প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এমনি এমনি তো বিজেপি কটাক্ষ করে তাকে পাপ্পু বলে না। যথেষ্ট কারণ আছে এই কথা বলার। একের পর এক নির্বাচন এলেই বহু কর্মসূচি নেন তিনি। কিন্তু নির্বাচনে লড়াই করলেই হয় না। দিনের শেষে কে জিতছে, সেটা দেখতে হয়। আর পরাজিত হলেও প্রতিপক্ষের ধারে কাছে থাকলেই তাকে নেতা মানা যায়। কিন্তু যিনি একের পর এক নির্বাচনে দলকে প্ল্যানিং দেওয়ার পরেও মুখ থুবড়ে পড়েন এবং প্রতিপক্ষের ধারে কাছে পর্যন্ত থাকতে পারেন না, তিনি আবার কিসের নেতা? অনেকে জয়ের হ্যাট্রিক করেন। আর তার পরামর্শে চলে এখন কংগ্রেসের পরাজয়ের দিক থেকে সেঞ্চুরি করা সময়ের অপেক্ষা বলেই কৌতুক করতে শুরু করেছে বিজেপির ঘনিষ্ঠ মহল।

ইতিমধ্যেই বিহারের যে ফলাফল সামনে এসেছে, তাদের ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা। অনেক স্বপ্ন দেখেছিলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। তারা বিহারের নাকি ক্ষমতা দখল করবেন, কিন্তু ক্ষমতা দখল করা তো দূরের কথা, এত প্রচার করার পরেও লাভের লাভ কিছু হলো না। উল্টে পরাজয়ের আরও শোচনীয় করুণ পরিস্থিতি দেখতে হলো বিরোধী মহাজোটকে। যেখানে এখনো পর্যন্ত যে ফলাফল দেখা যাচ্ছে তাতে ১৯০ টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। অন্যদিকে বিরোধীরা এগিয়ে রয়েছে মাত্র ৫০ টি আসনে। যার মধ্যে কংগ্রেস ৫ টি আসনে এগিয়ে রয়েছে মাত্র। আর রাহুল গান্ধী যিনি এত বেশি করে হম্বিতম্বি করেছেন, যিনি এত লাফালাফি করেছেন, তার দলের এই শোচনীয় পরিস্থিতি কেন? সেই প্রশ্ন তুলে ধরেই বিহারের এই শোচনীয় পরাজয়ের জন্য রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়ে কৌতুকের মধ্যে দিয়ে আক্রমণ করলেন কর্নাটকের বিজেপি নেতা।

এদিন বিহারের ফলাফলের পরেই রাহুল গান্ধীকে অভিনন্দন জানান কর্নাটকের বিজেপি নেতা আর অশোক। যেখানে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধীকে কৌতুকের মধ্যে দিয়ে কটাক্ষ করে তিনি লেখেন, “রাহুল গান্ধীকে অভিনন্দন। যিনি পরাজয়ের শতাব্দীর দিকে এগিয়ে যাচ্ছেন। আকাশেরও তারা গুনতে পারা যায়। কিন্তু রাহুল গান্ধীর কারণে কংগ্রেস কত নির্বাচনে হেরেছে, তার হিসাব রাখা কঠিন।” আর এখানেই বিশেষজ্ঞরা বলছেন যে, এত কিছুর পরেও কি লজ্জা হবে এই কংগ্রেস নেতার? তিনি নিজেকে ম্যাচিওর পলিটিশিয়ান বলে যতই দাবি করুন না কেন, বিহারের এই করুন শোচনীয় পরাজয়ের পর সত্যিই তো রাহুল গান্ধীর কিছুটা হলেও লজ্জা হওয়া উচিত। কিছুদিনের জন্য অন্তত নিজেকে নিয়ে পর্যবেক্ষণ করা উচিত। যখন থেকে তিনি দলের মুখ হয়ে উঠেছেন, তখন থেকেই যেভাবে কংগ্রেস পরাজিত হতে শুরু করেছে, মুখ থুবড়ে পড়তে শুরু করেছে এবং গোটা দেশজুড়ে কংগ্রেসের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে, তাতে জয়ের দিক থেকে নয়, পরাজয়ের দিক থেকেই শতাব্দীর দিকে এগিয়ে যাচ্ছে রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস বলেই কটাক্ষ করছে বিজেপির ঘনিষ্ঠ মহল।