প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সকলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তাকিয়ে ছিলেন বিহারের নির্বাচনের দিকে। সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে কে স্বীকৃতি পায়, তা যেমন দেখার বিষয় ছিল, ঠিক তেমনই কে সরকার গঠন করে, সেদিকেও নজর ছিল সকলের। অবশেষে বিরোধী মহাজোটকে প্রবল ধাক্কা দিয়ে ক্ষমতা দখলের পথে এগিয়ে যাচ্ছে এনডিএ শিবির। শুধু তাই নয়, যত সময় যাচ্ছে ততই চিত্র পরিষ্কার হওয়ার কারণে স্পষ্ট হয়ে যাচ্ছে যে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বিজেপি।

ইতিমধ্যেই বিহার বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল প্রকাশ হতে শুরু করেছে। প্রথম দিকেই পোস্টাল ব্যালটের গণনায় এগিয়েছিল জেডিইউ তথা এনডিএ শিবির। আর যত সময় যাচ্ছে, ততই চিত্র আরও স্পষ্ট হতে শুরু করেছে‌। যা বিজেপির জন্য এবং এনডিএ’র জন্য যথেষ্ট উচ্ছ্বাসের কারণ। জেডিইউয়ের সঙ্গে জোট করে এনডিএ লড়াই করলেও, তাদের মধ্যেই একটা ঠান্ডা লড়াই চলছিল যে, শেষ পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা কে পাবে। তবে জেডিইউ, আরজেঠি সকলকে পেছনে ফেলে একক সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃতি পাওয়ার পক্ষে এগিয়ে যাচ্ছে বিজেপি। যার ফলে গেরুয়া শিবিরের রীতিমত উচ্ছ্বাস তৈরি হয়েছে।

ইতিমধ্যেই যে নির্বাচনী ফলাফল সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে, ২৪৩ টি আসনের মধ্যে এনডিএ এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ১৫৬ টি আসনে। অন্যদিকে বিরোধী মহাজোট এগিয়ে রয়েছে ৮২ টি আসনে। প্রশান্ত কিশোরের দল এগিয়ে রয়েছে ২ টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে ২ টি আসনে। অর্থাৎ যত সময় যাচ্ছে, ততই বিরোধী মহাজোটের থেকে দূরত্ব বাড়িয়ে সংখ্যাগরিষ্ঠতার মাত্রা ছুঁয়ে ক্ষমতা দখলের পথে পা বাড়াচ্ছে এনডিএ শিবির। আর এই ফলাফল যদি অটুট থাকে, তাহলে দিনের শেষে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা পেতে চলেছে। আর তা যদি হয়, তাহলে বিহার বিধানসভার এই নির্বাচনী ফলাফল সব থেকে বেশি স্বস্তি দেবে মোদী-শাহদের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।‌