প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ বিহারের নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে ছিল গোটা বিজেপি পরিবার। নজর ছিল বঙ্গ বিজেপিরও। কারণ বিজেপি দেখতে চাইছিল যে, বিহারে কি ফলাফল হয়। যদি এসআইআর করার পর বিহারে তাদের পক্ষে ফলাফল যায়, তাহলে যে বাংলা নিয়ে তারা আরও শক্তি সহকারে ঝাপাবে, সেই রকম একটি চর্চা ছিল রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই বিহারের যে ফলাফল সামনে এসেছে, তাতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে এনডিএ শিবির। কখনও একক গরিষ্ঠ দল হচ্ছে বিজেপি, আবার কখনও একক গরিষ্ঠ দল হচ্ছে জেডিইউ। তবে এনডিএ শিবিরের মধ্যেই যে কেউ একক গরিষ্ঠ দলের মর্যাদা লাভ করবে, তা বলার অপেক্ষা রাখে না। আর সব দিক থেকেই যখন বিহারে বিজেপি তথা এনডিএ অত্যন্ত স্বস্তিতে, যখন সেলিব্রেশনে মেতে উঠেছে পদ্ম শিবির, ঠিক তখনই এবার বাংলা নিয়ে হুংকার দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ।

প্রায় সকলেই ভেবে নিয়েছিলেন যে, বিহারের ফলাফলের দিকে নজর রেখেই এই ফলাফল সামনে আসার পর বাংলা নিয়ে চিন্তাভাবনা করবে বিজেপি। এখনও পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলা নিয়ে সিরিয়াস নয় বলে এই রাজ্যের নেতাকর্মীদের একটা অংশ মনে করতে শুরু করেছিলেন। কিন্তু আজ বিহারের জয়ের আনন্দে ভাসতে শুরু করেছে গেরুয়া শিবির। এই অভূতপূর্ব জয়লাভ তাদের বাড়তি মাইলেজ দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই এখন দেখার বিষয় যে, বিজেপি বাংলা নিয়ে কতটা সিরিয়াস। কিন্তু অন্য কোনো দিন নয়, একেবারে বিহারে যেদিন জয় সামনে এলো, যেদিন সংখ্যাগরিষ্ঠতার ছাপিয়ে গেল এনডিএ, ঠিক সেই দিনেই বাংলা দখলের হুঙ্কার দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রমাণ করে দিলেন যে, বাংলা নিয়ে তারা ঠিক কতটা সিরিয়াস।

আজ সকাল থেকেই সকলেই নজর রেখেছেন বিহারের নির্বাচনী ফলাফলের দিকে। এখনও পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে, তাতে সংখ্যাগরিষ্ঠতা ছাপিয়ে ম্যাজিক ফিগার পৌঁছে গিয়েছে এনডিএ। একক গরিষ্ঠ দল কে হবে, তা নিয়ে এনডিএর মধ্যেই দুই দল বিজেপি এবং জেডিইউয়ের মধ্যে প্রতিযোগিতা চলছে। আর এসবের মধ্যেই বিহারের ফলাফলে যখন বিজেপি অত্যন্ত খুশি, ঠিক তখনই বাংলার কথা উল্লেখ করে বিজেপির আগামী দিনের টার্গেট কি, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এদিন তিনি বলেন, “পথ দেখিয়েছে বিহার। এবার বাংলার পালা। অন্ধকারে থাকতে কে চায়? শান্তি, উন্নয়নের জয়। বাংলাদেশের রোহিঙ্গা অরাজকতায় ভর করে ক্ষমতায়, এবার পালা দিদির।” অর্থ্যাৎ যে ভাবনাটা বঙ্গ বিজেপির নেতাকর্মীদের মধ্যে ছিল যে, বিহারের ফলাফল ভালো হওয়ার পরেই বাংলা নিয়ে পুরোদস্তুর ঝাপাবে বিজেপি। বিহারের সেলিব্রেশনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য তাতেই সিলমোহর দিলো এবং বুঝিয়ে দিলো যে, এবার বাংলার ক্ষমতা দখল করার ব্যাপারে সর্বস্ব শক্তি দিয়ে নিজেদের রাজনৈতিক স্ট্র্যাটেজি সাজাতে শুরু করবে গেরুয়া শিবির। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।