প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিহারেও নির্বাচনের আগে এসআইআর হয়েছে। তবে পশ্চিমবঙ্গে যেভাবে এই এসআইআরের বিরোধিতা এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস করছে, তা অতীতে কাউকে করতে দেখা যায়নি এবং এখনও অনেক রাজ্যে এসআইআর হচ্ছে। সেখানেও এত বিরোধিতা কাউকে করতে দেখা যায়নি। আর এই পরিস্থিতিতে বিহারে বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করছে, সেই তেজস্বী যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সখ্যতা থাকলেও, এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর আটকানো নিয়ে যে মন্তব্য করলেন, তার ফলে প্রশ্ন উঠছে যে, তাহলে কি তেজস্বী যাদবকে তিনি নির্বাচনের আগেই ব্যর্থ বলে বুঝিয়ে দিতে চাইলেন? যে ইন্ডি জোটের নেতাদের মধ্যে এত সখ্যতা, যারা বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে বলে এখনও পর্যন্ত দাবি করে যাচ্ছেন, যারা বিহারে ক্ষমতা দখল করার স্বপ্ন দেখছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকানোর ক্ষেত্রে কি ঘুরিয়ে তেজস্বী যাদবকেই খোঁচা দিয়ে বসলেন?
ইতিমধ্যেই বিহারে ক্ষমতা দখল করার ব্যাপারে রীতিমত কনফিডেন্ট বিরোধী জোট। তারা আত্মপ্রত্যয়ী যে, এবার এসআইআর হলেও তারা বিহারের ক্ষমতা দখল করবে। তবে পশ্চিমবঙ্গেও যখন এসআই আর হচ্ছে, নির্বাচনের আগে তখন তাকে আটকানোর সমস্ত চেষ্টা তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। আর গতকাল সাংবাদিক বৈঠকে বিহারে এসআইআর আটকানোর কেউ না থাকলেও পশ্চিমবঙ্গে তৃণমূল আছে এবং তারা এর বিরুদ্ধে লড়বেন বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই বড় প্রশ্ন তুলে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, বিহারে তো এই তৃণমূল যে ইন্ডি জোটের শরিক। সেই ইন্ডি জোটের প্রধান মুখ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন তেজস্বী যাদব। তাহলে কি সেই তেজস্বী যাদবকে বিহারে এসআইআর আটকানোর ক্ষেত্রে সেভাবে লড়াই না দেওয়ার জন্য ডাহা ফেল বলে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এদিন এসআইআর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে গিয়ে একটি মন্তব্য করে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন যে, বিহারে এসআইআর আটকানোর কেউ না থাকলেও পশ্চিমবঙ্গে তারা আছেন। তারা এর বিরুদ্ধে লড়াই করবেন। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করে যে, তাহলে কি বিহারে যারা বিরোধী জোটে রয়েছেন, সেই তেজস্বী যাদব থেকে শুরু করে রাহুল গান্ধী থেকে শুরু করে এদের ব্যর্থ বলে বুঝিয়ে দিতে চাইছেন তৃণমূল নেত্রী? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যকে হাতিয়ার করেই এবার ইন্ডি জোটে আরও জট পাকিয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তাহলে উনি ভোটের আগেই বলে দিলেন তেজস্বী ফেল? কালকে বিহারে ভোট। উনি তার আগেই ঘোষণা করে দিলেন তেজস্বী ফেল। ভালোই। ইন্ডি গটবন্ধনের তেজস্বী এবং রাহুল যদি ফেল করে, এখানে বুয়া-ভাতিজাও ফেল করবে।”