প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ সকলের নজর ছিল বিহারের দিকে। কারণ সেখানে জমকালো ভাবে অনুষ্ঠিত হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান। গতকালই এনডিএর নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন নীতীশ কুমার। সকলেই প্রায় নিশ্চিত ছিলেন যে, তিনিই মুখ্যমন্ত্রী হতে চলেছেন। অবশেষে আজ পাটনায় অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। যেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে, বিহারে এত রেকর্ড আসন নিয়ে এনডিএ ক্ষমতায় আসবে। কারণ প্রচারে কংগ্রেস এবং আরজেডি ঝড় তুলতে শুরু করেছিল যে, তারাই ক্ষমতায় আসতে চলেছে। তবে সমস্ত জল্পনা, এক্সিট পোলকে পেছনে ফেলে দিয়ে রেকর্ড আসনে জয়লাভ করেছে এনডিএ। একক গরিষ্ঠ দলের মর্যাদা পেয়েছে বিজেপি। তবে এবারও কি নীতীশ কুমারের ওপরেই আস্থা রাখা হবে, নাকি মুখ্যমন্ত্রী পদে বদল আনা হবে, তা নিয়ে বিভিন্ন চর্চা হলেও শেষ পর্যন্ত খবর পাওয়া যায় যে, নিতীশ কুমারই হচ্ছেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই বিহারে শুরু হয়ে গিয়েছে নতুন সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান‌। যেখানে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। প্রায় দশম বার তিনি বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আর জমকালো এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে বিহারে নতুন সরকারের ব্যাটন থাকলো নীতিশ কুমারের হাতেই।