প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এককালে বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু বর্তমানে জেল থেকে ফিরে এসে আবার জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডল সক্রিয় হলেও, তার বিরোধী গোষ্ঠীও তাকে ছেড়ে কথা বলছে না। বীরভূম জেলায় একদিকে অনুব্রত মণ্ডল, আর একদিকে কাজল শেখের ঠান্ডা লড়াই কার্যত সকলেই জানে। তৃণমূল শীর্ষ নেতৃত্ব দুই পক্ষকে ডেকে সকলে মিলে একসাথে কাজ করার বার্তা দিলেও, কতটা লাভের লাভ হচ্ছে, তা দলের কর্মীরাই ভালো বুঝতে পারবেন। তবে এবার নানুরে তৃণমূলের মঞ্চে অনুব্রত মণ্ডল অনুপস্থিত থাকায় কি ঘুরিয়ে বক্তব্য রাখতে গিয়ে তাকে খোঁচা দিয়ে বসলেন তার বিরোধী গোষ্ঠীর নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ? ইতিমধ্যেই এই বিষয়কে কেন্দ্র করে গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

এদিন নানুরে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়। আর সেখানেই বক্তব্য রাখেন কাজল শেখ। কিন্তু এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের অন্যতম দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ বলেন, “নানুর লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। নানুর লড়াই করতে জানে। তাই এখানে কে গেল, কে এলো, এটা নিয়ে ভাবার কিছু নেই। নানুরের মানুষ আবারও তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জেতাবে।”

আর কাজল শেখ যখন অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এই ধরনের মন্তব্য করছেন, তখন তা নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। তাদের বক্তব্য, ঘুরিয়ে অনুব্রত মণ্ডলকেই কথা শুনিয়ে দিয়েছেন এই তৃণমূল নেতা। আসলে বীরভূম জেলায় এখন কে বেশি টাকা তুলতে পারবে, তা নিয়েই দুই নেতার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। আর তার ফলেই একে অপরকে প্রকাশ্য মঞ্চেও খোঁচা দিতে ছাড়ছে না। তবে মানুষ এদের বিতাড়িত করার জন্য প্রস্তুত। আগামী ২৬ এর নির্বাচনে বীরভূম জেলায় তৃণমূলকে শূন্য হাতে ফিরতে হবে বলেই দাবি করছে বিরোধীরা।