প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে। অনেকেই ঘোষবাবু বলে যে ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তিনি কি দিলীপ ঘোষ! সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও বা দিলীপবাবুর দাবি, তাকে ফাঁসানোর গভীর ষড়যন্ত্র চলছে। আর সেসবের মধ্যেই তিনি যে ভিডিওকে নিয়ে কথা হচ্ছে, তার বিরুদ্ধে তিনি লালবাজারে অভিযোগ দায়ের করেছেন। আর এসবের মধ্যেই গোটা ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, বর্তমানে দিলীপ ঘোষ আবার রাজ্য রাজনীতিতে খবরের শিরোনামে চলে এসেছেন। একটি ভিডিও যাবতীয় গুঞ্জন তৈরি করেছে তাকে নিয়ে। আর সেই সম্পর্কেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত বাবুকে প্রশ্ন করা হয়েছিল। যদিও বা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি গোটা বিষয়কে খুব একটা আমল দেননি। পাশাপাশি ইঙ্গিত পূর্ন মন্তব্য করে তিনি এটাও বলেছেন যে, ব্যক্তিগত জীবনে কি করবে, তাতে উঁকি মারার অধিকার তার নেই। ঠিক কি বলেছেন সুকান্তবাবু?
এদিন সুকান্তবাবু বলেন, “আমি এই ভিডিও দেখিনি। ইন্টারেস্টও নেই। তবে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়েই সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয়। দ্বিতীয় কথা, ব্যক্তিগত জীবনে কে কার সঙ্গে কি করবেন, তাতে আমার উঁকি মারার অধিকার নেই। দিলীপবাবু অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ হয়েছে? তাহলে এই নিয়ে এত কথা বলার কি আছে?”