প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বারবার করে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এর আগে মা কালীকে উদ্দেশ্য করে তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছিল। এমনকি কৃষ্ণনগরে প্রতিবাদ কর্মসূচি করে মহুয়া মৈত্রের চাপ বাড়িয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সম্প্রতি সেই মহুয়া মৈত্র মতুয়া থেকে শুরু করে নমঃশূদ্রদের উদ্দেশ্যে যে মন্তব্য করেছেন, তা নিয়ে এমনিতেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। আর তার সেই মন্তব্যের প্রতিবাদেই এবার কৃষ্ণনগরে চলতি মাসেই বড় কর্মসূচি নিতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বলা বাহুল্য, সম্প্রতি মহুয়া মৈত্রের একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। যেখানে মতুয়া এবং নমঃশূদ্রদের বুথে তৃণমূলের ভোট না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। এমনকি এক্ষেত্রে তাকে বলতে শোনা যায়, “সারা বছর তৃণমূলী, আর ভোটের সময় সনাতনী?” অর্থাৎ ভোটের সময় কেন তাদের ভোট তৃণমূলের দিকে আসে না, তা নিয়েই আক্রমণ করতে দেখা যায় মহুয়া মৈত্রকে। স্বাভাবিকভাবেই একজন সাংসদ কি করে এইভাবে সাধারণ মানুষকে আক্রমণ করতে পারেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এমনকি তার বিরুদ্ধে থানায় এক বিজেপি নেতা অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। তবে এবার সেই মহুয়া মৈত্রকে আরও কোণঠাসা করতে কৃষ্ণনগরেই বড় কর্মসূচি নিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা।
আজ শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই মহুয়া মৈত্র সম্প্রতি যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে নিজের প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ১২ তারিখ কৃষ্ণনগরে মহা রালি হবে। বিজেপি আয়োজন করছে। সেখানে তপশিলি এবং নমঃশূদ্ররা থাকবে। হ্যাঁ, মহুয়াকে দেখিয়ে ওই আচার মালা পড়েই থাকবে।” অর্থাৎ যে মালার সনাতনীদের ধর্মের অন্যতম অঙ্গ, সেই মালা নিয়েও প্রকাশ্য মঞ্চ থেকে মন্তব্য করতে দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে। তাই তাকে পাল্টা জব্দ করে তার এই মন্তব্যের বিরুদ্ধে সমস্ত সনাতনীরা একত্রিত হয়ে নমঃশূদ্র এবং মতুয়ারা কৃষ্ণনগরে কর্মসূচিতে সামিল হতে চলেছেন, তা বলে তৃণমূল সাংসদকে যথেষ্ট অস্বস্তির মুখে ফেলে দিলেন শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
