প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
হাতে আর কয়েক মাস বাকি। তারপরেই বিধানসভা নির্বাচন। তবে বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্য রাজনীতিতে ক্রমাগত পারদ চড়তে শুরু করেছে। কোথায় কে প্রার্থী হবেন, তা নিয়ে একটা গুঞ্জন চলছে। শাসক দলের পক্ষ থেকে বিরোধী দলকে, আবার বিরোধী দলের পক্ষ থেকে শাসক দলকে আক্রমণ করে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী উদায়ন গুহকে দিনহাটায় হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা উদয়নবাবু শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে, তাহলে তিনি দিনহাটায় দাঁড়িয়ে দেখান বলেই দাবি করেছেন। আর তার মধ্যেই এবার পাল্টা রাজ্যের সেই মন্ত্রীকে মন্ডল সভাপতিকে দিয়েই হারানোর বার্তা দিলেন বিরোধী দলনেতা।

বলা বাহুল্য, বর্তমানে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বিরোধী দল বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার পরিকল্পনা করছেন। নারী নির্যাতন থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতির বিষয়টি তুলে ধরে শাসকের বিরুদ্ধে মাঠে নেমেছে বিজেপি। আর সেখানেই এক দল অপর দলের বিরুদ্ধে বলতে গিয়ে এক নেতা অপর নেতাকে হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ করছেন। যার পরিপ্রেক্ষিতে এবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে আরও একবার পরাজিত করে দেওয়ার হুশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

এদিন উদয়ন গুহ যেভাবে আবার শুভেন্দু অধিকারীকে দিনহাটায় দাঁড়ানোর চ্যালেঞ্জ করেছেন, তা নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টই ওকে দিনহাটায় হারাবে। আমি কোথায় দাঁড়াবো, সেটা পার্টি ঠিক করবে। পার্টি যদি জানতে চায়, পার্টি আমার মত নেবে। সেটা তো আমার নিজের ব্যাপার। আমি আপনার কাছে বলব কেন? ওর মালিককে যে হারিয়েছি, সে ওর কথায় বলব? আমি আপনাকে বলছি, আপনি হারের হ্যাটট্রিক করবেন। আর একটা শক্তি কেন্দ্র প্রমুখকেও যদি আমরা ওখানে দাঁড় করাই, সেই আপনাকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট‌‌। অন্য কাউকে লাগবে না।”