প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে দীর্ঘ শাসন করেছে বামফ্রন্ট। পরবর্তীতে তৃণমূল এসেছে। তার আগে কংগ্রেস ক্ষমতায় থেকেছে। কিন্তু কোনো সরকারের আমলেই পশ্চিমবঙ্গের উন্নতি সেভাবে হয়নি, যতটা উন্নতি হওয়া উচিত ছিল। তার থেকে বেশি দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ। আর তৃণমূল সরকার এসে পশ্চিমবঙ্গের যে পরিমাণ ক্ষতি করেছে, তাতে এখন বাংলার সাধারণ মানুষ তৃণমূলের হাত থেকে মুক্তি পেতে চাইছে বলেই দাবি বিরোধীদের। তাই যে দল বাংলার মানুষের কাছে এখনও পর্যন্ত পরীক্ষিত নয়, সেই বিজেপি বাংলার ক্ষমতা দখল করে বাংলায় সুশাসন আনার স্বপ্ন দেখাচ্ছে সাধারণ মানুষকে। উন্নয়ন করতে গেলে রোড ম্যাপ দরকার। আর পশ্চিমবঙ্গের উন্নয়নে বিজেপির সেই রোডম্যাপ যে তৈরি আছে, তা দমদমের সভা থেকেই স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, গতকাল যশোর রোডে মেট্রো স্টেশন থেকে কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করার পরেই প্রধানমন্ত্রী চলে যান বিজেপির সভায়। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে বিজেপির সেই সভা থেকে একাধিক বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। তাই সেই নির্বাচনে বিজেপিকে যদি মানুষ ক্ষমতায় আনে, তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়নে বিজেপি ঠিক কি পরিকল্পনা করবে, সেই কথাও আগাম জানিয়ে দেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষকে সুশাসন দেওয়ার জন্য যে বিজেপির কাছে রোডম্যাপ তৈরি আছে, সেই বিষয়টিও তুলে ধরেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় বিজেপির সরকার বানান। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা জানিয়ে দেব। বিকশিত বাংলা মোদীর গ্যারান্টি। বাংলার উন্নয়নের জন্য বিজেপির কাছে রোডম্যাপ আছে। কিন্তু তৃণমূলের কাছে নেই। তৃণমূল উন্নয়নের শত্রু। তৃণমূলের কাজ হলো যে কোনো উপায়ে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ আটকানো। তাই আপনারা এখানেও বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখুন।”