প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট-
বঙ্গ রাজনীতিতে শাসক দল থেকে শুরু করে বিরোধী দল, বেশ কিছু নেতা নেত্রীরা রয়েছেন, যারা প্রতিমুহূর্তে বিতর্কের শিরোনামে চলে আসেন। যার মধ্যে অন্যতম মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। কখনও “মেরে দেব”, কখনও “হাত-পা ভেঙে দেব”, আবার কখনও “মুখে অ্যাসিড ঢেলে দেব” বলে মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি তার বিরোধীদের উদ্দেশ্যে করা অ্যাসিড হুশিয়ারির পরেই আরও সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠতে শুরু করেছে যে, এইরকম তৃণমূলের বিধায়করা কি করে বাইরে থাকতে পারেন? জনপ্রতিনিধি হয়ে কি করে তারা বিরোধীদের উদ্দেশ্যে, বিরোধী দলের কর্মীদের উদ্দেশ্যে এইভাবে হুমকি দিতে পারেন? এরা যদি বাইরে থাকে, তাহলে শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে সম্ভব? আর বিরোধীদের সেই সমস্ত প্রশ্নের মধ্যেই এবার তৃণমূলের এই বিধায়ককে পাল্টা হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য রাজনীতিতে বিতর্কের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, যেভাবে অ্যাসিড ঢেলে দেওয়ার কথা বলেছেন, তাতে রাজ্যের আইনের শাসন নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এবার সরাসরি তৃণমূল বিধায়কের ঘুম উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পাল্টা হুশিয়ারি দিলেন যে, বিজেপি ক্ষমতায় আসলে এই তৃণমূল বিধায়কের জেলে ঢোকানো হবে।
এদিন আব্দুর রহিম বক্সির মন্তব্য নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ওর কথার গুরুত্ব দেবেন না। আমি আবারও বলছি, মালতীপুরে হারাব। বিজেপি সরকারের এলে জেলে ঢোকাবো। ওর সঙ্গে বাংলাদেশ আছে। বাংলাদেশে কিছু সম্পত্তি করেছে। ও আতঙ্কিত। মমতা যে জায়গা গুলোতে বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, আমরা সেই জায়গা দিয়ে ওদেরকে পাঠাব।” বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী একেবারে গুনে গুনে হিসাব করে রাখছেন। তিনি খুব ভালো মতই উপলব্ধি করছেন যে, বিরোধী দলে থাকার সময় কারা কারা প্রতিহিংসা পরায়ন আচরণ করছে এবং কারা এভাবে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে! তাই ক্ষমতায় এলে কিভাবে তাদের জব্দ করতে হয়, আব্দুর রহিম বক্সির হুঁশিয়ারি মূলক মন্তব্যের পর পাল্টা শুভেন্দু অধিকারী যা বললেন, তাতেই তার অনেকটা আভাস পাওয়া গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।