প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাম সরকারের বিরুদ্ধে সিঙ্গুরে আন্দোলন করে, জমি না দিয়ে কৃষকরা অনেকেই বেঁকে বসে ছিলেন। যার ফলে বহু চেষ্টা করেও তৎকালীন বাম সরকার টাটাকে এনে সিঙ্গুরে শিল্প স্থাপন করার কথা ভাবলেও তাদের সেই চেষ্টা সফল হয়নি। পরবর্তীতে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সিঙ্গুরের জনসাধারণের কাছে, এখানকার কৃষকদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে, তাদের ব্যাপক ক্ষতি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। তাদের কথায় তারা আন্দোলন করার কারণেই আজকে তাদের জমি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনই শিল্প পর্যন্ত হয়নি। তাই এখন সকলেই চাইছেন, সিঙ্গুরে আবার শিল্প ফিরে আসুক। আর এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে আগামী ১৮ জানুয়ারি সেই সিঙ্গুরের মাটিতেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিজেপি ক্ষমতায় আসার পর এখানে শিল্পায়নের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেবেন কিনা, তার দিকে নজর রয়েছে সকলের। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে সকলকে আমন্ত্রণ জানাতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিঙ্গুরের মানুষকে আশ্বস্ত করে বড় প্রতিশ্রুতি দিলেন সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা উপলক্ষে সাজো সাজো রব তৈরি হয়েছে। তবে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যারা শিল্প স্থাপনের জন্য জমি দেননি, যারা আন্দোলন করেছিলেন, সেই সমস্ত কৃষকদের এখন করুণ দশা। তাদের জমিতে যেমন চাষ হচ্ছে না, ঠিক তেমনই শিল্প না হওয়ার কারণে যে এখানকার মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে, তা তারা বুঝতে পেরেছেন। তাই তৃণমূল সরকারের এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে এখন সকলেই গর্জে উঠছেন। তারা জমিতে সঠিকভাবে কৃষি কাজ করতে না পারার কারণে সেখানে শিল্প স্থাপন হোক, এটাই অনেকে চাইছেন। আর এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী যখন সেই সিঙ্গুরে আসছেন, তখন তার আগে মানুষের মনের ভাবনা বুঝতে পেরে বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপির সরকার এলেই এখানে টাটা ফিরবে। এখানে শিল্প স্থাপন হবে। আমরা জানি, কিভাবে কি করতে হয়। ভারতবর্ষের দুটি জায়গায় বিজনেস করিডর হচ্ছে‌। একটা উত্তরপ্রদেশ, আর একটা তামিলনাড়ু। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে নাকও যাবে, নুরুলও যাবে। উনি শুধু নিজের পরিবারের জন্য করেন।”