প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি যেখানেই কর্মসূচি করবে, তার পাল্টা কর্মসূচি করার বার্তা দিয়েছেন দলকে। তৃণমূল কংগ্রেস বাংলা ও বাঙালিকে হেনস্থা করার বিরুদ্ধে পথে নেমেছে। আর তার মাঝেই এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিজেপি বিধায়ককে ঘেরাও করার হুমকি দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি। প্রকাশ্য জনসভায় তার এই মন্তব্য ঘিরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। বিরোধীদের দাবি, এভাবেই নিজের দলের নেতা কর্মীদের উস্কানি দিয়ে বিরোধী দলের জনপ্রতিনিধিদের হেনস্থা করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।
বলা বাহুল্য, বারবার করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, কেন্দ্রীয় সরকার বাংলাকে আর্থিক বঞ্চনা করছে। একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা দিচ্ছে না বলেও সোচ্চার হয়েছেন তিনি। আর সেই আবাস যোজনার টাকা না পেয়ে বাঁকুড়ার পাত্রসায়রে মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলেই অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদেই তৃণমূলের পক্ষ থেকে ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর সেই কর্মসূচি থেকেই বিজেপি বিধায়ককে রীতিমত ঘেরাও করার হুঁশিয়ারি দেন তৃণমূলের জেলা সভাপতি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুব্রতবাবুর দাবি, কেন্দ্রীয় সরকার আবাস যোজনা টাকা দেয়নি। ভোটের পর এদেরকে আর পাওয়া যায় না। ফলে ঘেরাও কর্মসূচি তো হবেই। বিধায়ক ঘেরাও কর্মসূচি করা হবে।
যদিও বা তৃণমূলের জেলা সভাপতির এই বক্তব্যকে মানতে নারাজ বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী তো বলেছেন, রাজ্যের টাকা দিয়েই আবাস যোজনার ঘর তৈরি হবে। তাহলে সেই টাকা কোথায় গেল? তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সমস্ত টাকা লুট করেছে। আগামী দিনে তৃণমূলকেই মানুষ ঘেরাও করে জবাব চাইবে বলেই দাবি বিজেপি বিধায়কের। তবে একজন বিরোধী দলের বিধায়কের উদ্দেশ্যে তৃণমূলের জেলা সভাপতির এই ধরনের হুঁশিয়ারি আদতে উস্কানিমূলক বলেই দাবি করছে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল।