প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেখানে বিরোধীদের জনপ্রতিনিধিরা রয়েছে, সেখানে কাজ করতে প্রতি মুহূর্তে বাধা দেয়। এই অভিযোগ নতুন কিছু নয়। এমনকি মাননীয়া মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করলেও সেখানে বিরোধীদের জনপ্রতিনিধিদেরও ডাকা হয় না। এই চিত্র বারবার দেখেছে রাজ্যবাসী। আর এবার বিধায়ক হিসেবে তাকে কাজে বাধা দেওয়ার কারণে বড় পদক্ষেপ নিলেন শিলিগুড়ির শঙ্কর ঘোষ।
দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি বিজেপি বিধায়ক শংকর ঘোষ অভিযোগ করছেন যে, তাকে উন্নয়নমূলক কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। তিনি বিধায়ক তহবিলের টাকা ঠিকমত খরচ করতে পারছেন না। এক্ষেত্রে তার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের শাসক দল। এমনকি এই কাজ করতে না পারার কারণে তিনি বড় পদক্ষেপ নিতে পারেন বলে এর আগেও জানিয়ে দিয়েছিলেন। আর অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণে অনশনে বসার সিদ্ধান্ত নিলেন শঙ্কর ঘোষ।
সূত্রের খবর, আজ শিলিগুড়ির হাতি মোড়ে অনশনে বসেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এখানে নেতাজী মূর্তির নিচে ২৪ ঘন্টা তিনি এই অনশন করবেন বলেই জানিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের প্রশাসনের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে বিজেপি বিধায়ক শংকরবাবুর। আর সেই কারণেই তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলেই জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।