প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের পুলিশ কতটা দলদাসের মতো কাজ করে, তারা কতটা ব্যর্থ, তা প্রতি পদে পদে সামনে আনতে দেখা যায় বিরোধী দল বিজেপিকে। তারা প্রতি মুহূর্তে দাবি করে যে, এই রাজ্যে আইনের শাসন নেই। পুলিশ প্রশাসন শুধুমাত্র তৃণমূলের দলদাসের মত আচরণ করতেই ব্যস্ত। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার চাচল থানায় গিয়ে আইসিকে না পেয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুধু তাই নয়, থানার সামনে ধর্নায় বসে পড়ারও হুশিয়ারি দিলেন তিনি। কি ঘটনা ঘটেছে? হঠাৎ করে কেন এমন প্রতিক্রিয়া বিজেপি সাংসদের?
বলা বাহুল্য, কিছুদিন আগেই বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কিছু ব্যাক্তি গ্রেপ্তার হন। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ চাঁচল থানায় আসেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগের মুর্মু। কিন্তু থানায় এসে তিনি আইসিকে দেখতে পাননি। আর তারপরেই রীতিমত ক্ষিপ্ত হয়ে যান এই বিজেপি সাংসদ। পুলিশ প্রশাসনের দুর্ব্যবহার নিয়েও সোচ্চার হন তিনি। পাশাপাশি থানার সামনে ধর্নায় বসে পড়েন তিনি।
বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, গোটা রাজ্যে পুলিশ প্রশাসনের অপদার্থতায় আইনের শাসন পুরোপুরি ভেঙে পড়েছে। যে পুলিশের কাজ আইন রক্ষা করা, তারা এখন তৃণমূল নেতাদের দাসত্ব করতেই ব্যস্ত। কোনো মানুষ থানায় গিয়ে সুবিচার পায় না। তাই যে থানায় আইসির থাকার কথা, তার অনুপস্থিতি দেখে রীতিমত ক্ষিপ্ত হয়েছেন বিজেপি সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যার কারণে আজকে রাজ্যে আইনশৃঙ্খলা অবনতি থেকে শুরু করে বিভিন্ন অন্যায় মূলক ঘটনা এত বৃদ্ধি পাচ্ছে। তাই পুলিশের বিরুদ্ধে বিজেপি সাংসদের এই প্রতিবাদ অত্যন্ত যুক্তি সঙ্গত বলেই দাবি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের।