প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালই শিক্ষক দিবস পালন করে ফেলেছেন। ৫ ই সেপ্টেম্বরের বদলে কেন একদিন আগে শিক্ষক দিবস পালন করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পরম্পরা এবং প্রথাগত রীতিনীতি অনুযায়ী আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। বিজেপি নেতারাও বিভিন্ন জায়গায় সেই শিক্ষক দিবস কর্মসূচিতে যুক্ত হয়েছেন। বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচিতে যুক্ত হলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।

প্রসঙ্গত, সকাল থেকেই মেদিনীপুরের বিভিন্ন জায়গায় শিক্ষক দিবস কর্মসূচিতে যুক্ত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার কলকাতার বুকেও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ভারত সভা হলে বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে শিক্ষক দিবস উদযাপন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর সেখানেই উপস্থিত থেকে শিক্ষক কূলকে শ্রদ্ধা জানালেন দলের রাজ্য সভাপতি।

বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একদিন আগে যে কোনো একটা কারণে শিক্ষক দিবস পালন করতেই পারেন। কিন্তু বাংলার প্রথাগত পরম্পরাকে মান্যতা দিয়ে বিজেপি ৫ ই সেপ্টেম্বরই শিক্ষক দিবস পালন করেছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কেন একদিন আগে শিক্ষক দিবস পালন করলেন, তা অনেকের কাছেই অজানা। তবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে এত বেশি লড়াই করছেন, তিনি ৫ সেপ্টেম্বরের বদলে কেন ৪ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করছেন, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কলকাতায় আয়োজিত শিক্ষা সেলের পক্ষ থেকে এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষকদের শ্রদ্ধা জানালেন শমীক ভট্টাচার্য।