প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআরে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে, জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বিরোধীদের উদ্দেশ্যে হুমকি, হুঁশিয়ারি। এই রাজ্যের বিরোধীদল তো বটেই, এমনকি সাধারণ মানুষও খুব ভালোমত জানে যে, এসআইআর হলে অনেক অবৈধ ভোটারের নাম বাদ যাবে। এতদিন যে সমস্ত অবৈধ ভোটারদের কাজে লাগিয়ে তৃণমূল ভোট বৈতরুনী পার করেছে, তাদের নাম বাদ গেলে যে তৃণমূলের ক্ষমতায় থাকা হবে না, এটা তৃণমূলেরও অনেকে জানে। আর সেই কারণেই এখন বিজেপি নেতাদের উদ্দেশ্যে জেলায় জেলায় তৃণমূলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা হুমকি হুশিয়ারি দিতে শুরু করেছেন। অন্তত বিজেপির পক্ষ থেকে তেমনটাই দাবি করা হচ্ছে। আর সেসবের মাঝেই এবার প্রকাশ্যে বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে এসআইআরে যদি বৈধ কোনো ভোটারের নাম বাদ যায়, তাহলে একজন বিজেপিকেও বাড়িতে থাকতে দেব না বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র।
ইতিমধ্যেই এসআইআরের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যতদুর খবর পাওয়া যাচ্ছে যে, এই বাংলায় যে কোনো সময় এসআইআরের ঘোষণা হওয়া শুধু মাত্র সময়ের অপেক্ষা। আর তাতেই কি রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে গোটা তৃণমূল পরিবার? কেননা জেলায় জেলায় বিরোধীদের উদ্দেশ্যে হুমকি, হুঁশিয়ারি দিয়ে শুরু করেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। এবার বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে একজন ভোটারেরও নাম বাদ গেলে কোনো বিজেপিকে বাড়িতে থাকতে দেব না বলে মন্তব্য করে রীতিমত বিতর্কের মুখে পড়ে গেলেন ধনিয়াখালির তৃণমূল বিধায়ক।
এদিন ধনিয়াখালিতে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রীতিমত হুশিয়ারি দিয়ে বসেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। তিনি বলেন, “এখনও পর্যন্ত বাংলাতে এসআইআরই হলো না। অথচ কেউ বলছে, এক কোটি নাম বাদ দেব, কেউ বলছে, দেড় কোটি নাম বাদ দেব। কি করে জানলে এতগুলো মানুষের নাম বাদ যাবে? কোন গোপন ঘরে বসে চক্রান্ত হয়েছে? আমরাও বলে রাখছি, এসআইআরে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে এই ধনিয়াখালিতে একটা বিজেপিকেও থাকতে দেব না। একজন বিজেপিকেও বাড়িতে থাকতে দেব না।”