প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই পশ্চিমবঙ্গে পা রেখেছেন বিজেপির নবনির্বাচিত সভাপতি নীতিন নবীন। নিজের রাজ্য সফর পশ্চিমবঙ্গ দিয়েই শুরু করেছেন তিনি। যার ফলেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, বাংলাকে কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপি। আজ দুর্গাপুরে কার্যকর্তাদের নিয়ে একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তার সংবর্ধনার কোনো জমকালো আয়োজন রাখা হয়নি। কারণ আজ সকালেই খবর এসেছে যে, বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে গোটা দেশ শোকাহত। তাই পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার কারণে নিজের রাজনৈতিক কর্মসূচি করলেও বক্তব্য শুরু করার প্রথমেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর এই অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
আজ সকালেই একটি মর্মান্তিক খবর সামনে আসে। যেখানে ঘুম থেকে উঠেই দেশবাসী চমকে যায় একটি বিমান দুর্ঘটনার খবর পেয়ে। আর তারপর আরও মর্মান্তিক খবর সামনে আসে, যখন খবর পাওয়া যায় যে, সেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বর্তমানে পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুর্গাপুরে বক্তব্য রাখার শুরুতে তিনিও গোটা ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়ে শোক বার্তা দিলেন।
কিছুক্ষণ আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের দুর্গাপুরে একটি কর্মসূচি হয়েছে। যেখানে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারেই সেখানে বক্তব্য রাখেন তিনি। আর সেই কর্মসূচিতে এই বক্তব্য রাখার শুরুতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “ভারতীয় রাজনীতিতে আজ বড়ই দুঃখের দিন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আজ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আমরা সবাই অত্যন্ত মর্মাহত। আমরা ওনার পরিবারের প্রতি এবং মহারাষ্ট্রের জনসাধারণের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহারাষ্ট্রের উন্নতিতে ওনার ভূমিকা অসামান্য ছিলো। আজ ওনার এই চলে যাওয়াতে শুধু রাজনৈতিক জগৎ নয়, মহারাষ্ট্রের প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ নেমে এসেছে।”