প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বছর ঘুরে বছর আসে। কিন্তু ঘাটালের মানুষ যে পরিস্থিতিতে ছিলেন, তারা সেই পরিস্থিতিতেই থাকে। ক্ষমতার পরিবর্তন হলেও অনেক দলই প্রতিশ্রুতি দিয়েছে যে, বন্যা মোকাবিলা করা হবে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তৃণমূল সরকারের আমলে বারবার করে সেই প্রতিশ্রুতি সামনে এসেছে। কিন্তু যখনই বন্যা আসে, তখনই এই রাজ্যের মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শন করে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপান। নিজেদের ব্যর্থতাকে শিকার না করে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উল্লেখ করে বারবার করে প্রতিশ্রুতি দেন। তবে মানুষ আর সেই মিথ্যে প্রতিশ্রুতিতে ভাসতে রাজি নয়। তারা যেভাবে বন্যার জলে ভাসছে, তাতে এবার তারা প্রতিবাদের রাস্তা খুঁজে নিয়েছে। তাই আজ সেই বন্যা কবলিত ঘাটালে শুভেন্দু অধিকারী পৌঁছে যেতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুরু হলো প্রতিবাদ কর্মসূচি।

প্রসঙ্গত, সম্প্রতি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার বন্যা কবলিত এলাকায় গিয়ে একটু পা ভিজিয়ে দেখানোর চেষ্টা করেছেন যে, তিনি রাজ্যের এই বানভাসী মানুষদের নিয়ে কতটা কষ্টে আছে। কিন্তু কষ্টে থাকলে যে কাজ করতে হয় এবং সেই মানুষদের যন্ত্রণা মোকাবিলা করতে হয়, তা কি তিনি বুঝেও বুঝছেন না? এই প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। আর তার মাঝেই আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই জলমগ্ন ঘাটালে পৌঁছে গিয়েছেন। বিরোধী দলনেতা হিসেবে তার যা করার দায়িত্ব এবং কর্তব্য, ঠিক সেটাই করছেন তিনি। সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিজেপি কর্মীদের সাথে নিয়ে এবং বানভাসি মানুষদের সাথে করে এদিন একটি প্রতিবাদ মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে ঘাটাল কলেজ থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায়। প্রচুর বিজেপি কর্মীরা তো বটেই, পাশাপাশি বানভাসী মানুষরাও এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছিলেন।

বিজেপির দাবি, রাজ্য সরকারের যতটুকু কাজ করার দরকার ছিল, তা তারা করেনি। যার ফলে আজকে প্রত্যেক বছর বন্যায় ঘাটালের মানুষকে ভাসতে হয়। তারা ঘরবাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেন। আর এর জন্য দায়ী রাজ্যের এই অপদার্থ প্রশাসন। বারবার করে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঘাটালের মানুষকে বঞ্চিত করা হয়। তবে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ক্ষমতা খুব কম। তবে যতটুকু তিনি করতে পারবেন, ঠিক ততটাই অন্তর থেকে করেন। তাই আজ ঘাটালের যে সমস্ত মানুষরা বিপদের মধ্যে রয়েছেন, যারা বানভাসী মানুষ, তাদের স্বার্থ রক্ষার দাবিতে মিছিল করে এই রাজ্যের অপদার্থ সরকারের টনক নাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা। আর বিপদের দিনে শুভেন্দু বাবুকে পাশে পেয়ে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন ঘাটালের বানভাসি মানুষরা।