প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ইতিমধ্যেই নতুন দল গঠন করেছেন তিনি। আর নতুন দল গঠন করার পরেই তৃণমূলের পক্ষ থেকে তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, যদি ক্ষমতা থাকে, তাহলে ব্রিগেডে সভা করে দেখান। আর তারপরেই হুমায়ুন কবীর জানিয়ে দিয়েছিলেন যে, তিনি ব্রিগেডে জানুয়ারি মাসের শেষে সভা করবেন। তবে এই সভার ক্ষেত্রে যে অনুমতি প্রয়োজন, তা তাকে নিতে হবে। কিন্তু এতদিন সেই ব্রিগেডে সভার ব্যাপারে নানা কথা বললেও, শেষ পর্যন্ত সেই সভা করতে পারছেন না হুমায়ুন কবীর।
ইতিমধ্যেই বাবরি মসজিদের শিলান্যাস করার পর নতুন দল গঠন করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূল এবং বিজেপি, দুই দলের বিরুদ্ধেই লড়াই করে তিনি নির্ণায়ক শক্তি হয়ে উঠবেন বলে প্রতিনিয়ত দাবি করছেন। এমনকি বেশিরভাগ জায়গা থেকেই তার দলের পক্ষ থেকে যে সমস্ত সংখ্যালঘুদের প্রার্থী করা হবে, তাদের জিতিয়ে আগামী দিনে তারা যাতে বিধানসভায় বড় ভূমিকা পালন করতে পারেন, তার জন্যও মানুষের কাছে আবেদন করছেন তিনি। আর এসবের মধ্যেই ঠিক ছিল যে, হুমায়ুন কবীর ব্রিগেডে সভা করবেন। কিন্তু সেনার কাছে অনুমতি চাওয়া হলেও, শেষ পর্যন্ত সেই অনুমতি পাননি তিনি। যার ফলে আপাতত ব্রিগেডে সভা করতে পারছেন না হুমায়ুনবাবু।
সূত্রের খবর, জানুয়ারি মাসেই ব্রিগেডে সভা করার পরিকল্পনা করেছিলেন হুমায়ুন কবীর। আদৌ তার সভা কতটা সফল হতো, আদৌ তিনি কতটা জনসমাগম করতে পারতেন, সেটা তো সময় বলতো। কিন্তু সেই সভার জন্য সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হতো তাকে। তবে অনুমতি চাওয়া হলেও সেই অনুমতি পাওয়া যায়নি। যার ফলে আপাতত ব্রিগেডে সভা করতে পারছেন না হুমায়ুন কবীর। কিন্তু ব্রিগেডে সভা না হলেও চলতি মাসের শেষেই মুর্শিদাবাদে তিনি একটি সভা করতে পারেন বলে জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।