প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি ব্যাংকশাল আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন সংক্রান্ত বিষয়ে শুনানি ছিল। যেখানে ইডির পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারক। তিনি জানিয়ে দেন যে, মঙ্গলবার তিনি এই ব্যাপারে রায় দেবেন। তবে গতকাল রাত থেকেই শহর কলকাতায় শুরু হয়েছে টানা বৃষ্টি। আজ সকাল থেকেই প্রত্যেকটি সংবাদমাধ্যম সেই বৃষ্টিতে কোথায় কি পরিস্থিতি, তা নিয়েই সকলে খবর দেখাচ্ছেন। অনেকেরই মনে নেই যে, আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন সংক্রান্ত মামলার রায়দান রয়েছে আদালতে। কিন্তু শেষ পর্যন্ত আজও হলো না রায়দান প্রক্রিয়া।

আজ গোটা রাজ্যের নজর ছিল ব্যাংকশাল আদালতের দিকে। তবে গতকাল রাত থেকেই পরিস্থিতি ঘুরতে শুরু করে। যেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে গোটা কলকাতা জলমগ্ন হয়ে পড়ে। সেখানে কখন কলকাতার জল নামবে, কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়েই চিন্তিত ছিলেন সাধারণ মানুষ। যার ফলে অনেকেই ভুলে গিয়েছিলেন যে, আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিয়োগ দুর্নীতি মামলায় যে জামিন, সেই জামিনের আবেদন রয়েছে ব্যাংকশাল আদালতে। তবে যখন সকলেরই সেই দিকে নজর গেল, ঠিক তখনই এলো বড় খবর।

জানা গিয়েছে, আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন মামলার রায়দান ছিল ব্যাংকশাল আদালতে। কিন্তু শেষ পর্যন্ত আজও রায়দান প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে না। কেননা প্রবল প্রাকৃতিক দুর্যোগের জেরে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। যার ফলে বন্ধ রয়েছে ব্যাংকশাল আদালত। আর সেই কারণেই আজও চন্দ্রনাথ সিনহার জামিন মামলার রায়দান হলো না। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে আদালত বন্ধ থাকায় আজ মন্ত্রীর জামিন মামলার রায়দান না হলেও কবে সেই প্রক্রিয়া সমাপ্ত হয়, সেদিকেই নজর থাকবে সকলের।