প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সোমবার রাতে টানা পাঁচ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছিল শহর কলকাতা। সামনেই যেহেতু পুজো, আর এত বৃষ্টি যেহেতু এর আগে সেভাবে কখনও হয়নি, তার ফলে কলকাতার বিস্তীর্ণ এলাকা রীতিমত জলের তলায় চলে গিয়েছিল। আর সব থেকে বড় সমস্যার মুখে পড়েছিলেন পূজা উদ্যোক্তারা। যতটুকু কাজ হয়েছিল, সেগুলো বৃষ্টির জলে রীতিমত মাটি হয়ে গিয়েছে। আজ কলকাতার নামি পুজো কলেজ স্কোয়ারের উদ্বোধন রয়েছে। কিন্তু গতকালের বৃষ্টিতে অনেক কাজ নষ্ট হয়ে যায়। যার ফলে আবার নতুন করে কাজ করতে হচ্ছে শ্রমিকদের।
গতকাল শহর কলকাতা রীতিমত জলে ভাসতে শুরু করে। পুজোর আগে এইভাবে বিপর্যয় চরম চিন্তায় ফেলে দেয় বিভিন্ন নামি ক্লাবের পূজা উদ্যোক্তাদের। বিভিন্ন পূজা মন্ডপে জল ঢুকতে শুরু করে। আজ কলেজ স্কোয়ারের দুর্গা প্রতিমার উদ্বোধন রয়েছে। কিন্তু গতকালের বিপর্যয়ের কারণে অনেক কাজ করা থাকলেও, শেষ পর্যন্ত বৃষ্টির জলে তা নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে আজ সকাল থেকেই একেবারে দ্রুততার সঙ্গে কাজ করতে হচ্ছে শিল্পীদের।
বলা বাহুল্য, আজ বিকেলেই কলেজ স্কোয়ারের পূজা উদ্বোধন হবে। তবে গতকাল সেই পুজো মন্ডপের মধ্যে হাঁটু জল জমা হয়ে যায়। যার ফলে শ্রমিকরা সারাদিন কাজ করতে পারেননি। আর বৃষ্টির এই জলে অনেক পরিশ্রম নষ্ট হয়। তাই আজ উদ্বোধনের আগে শেষ মুহূর্তের কাজ করে নিচ্ছেন শ্রমিকরা। তাদের বক্তব্য, গতকাল বৃষ্টির জলে অনেক কাজ নষ্ট হয়ে গিয়েছে। তাই আজ উদ্বোধনের আগে যতটা সম্ভব, তারা তা মেরামতির চেষ্টা করছেন।