প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত অভিযোগ করছেন যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙ্গালীদের হেনস্থা করা হচ্ছে। অপরদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অনেক অনুপ্রবেশকারী এবং অবৈধ বাংলাদেশি রয়েছে। তাদের বাদ দেওয়ার জন্য এসআইআর অত্যন্ত জরুরী। আর তার মধ্যেই যখন দুই শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাত তুঙ্গে, ঠিক তখনই বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকা ছাত্রদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠলো শিয়ালদহের শিশির মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা তৈরি হয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পড়ুয়ারা।

কি ঘটনা ঘটেছে? এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের ছাত্রদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। কিন্তু কেন তাদের মারধর করার অভিযোগ উঠলো? যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, শিয়ালদহ শিশির মার্কেটের ব্যবসায়ীদের একটা অংশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ছাত্রদের বাংলাদেশি সন্দেহে হকি স্টিক থেকে শুরু করে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, গোটা ঘটনায় দুইজন পড়ুয়া গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে পড়ুয়াদের এইভাবে ব্যাপক মারধর করার কারণে ইতিমধ্যেই থানার সামনে শুরু হয়েছে বিক্ষোভ। মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এইভাবে পড়ুয়াদের মারধর করার ঘটনায় বর্তমানে যখন বাংলায় এমনিতেই এই ইস্যু অত্যন্ত টাটকা অবস্থায় রয়েছে, তার মধ্যেই এই ঘটনা আরও উত্তেজনার সৃষ্টি করেছে। তবে পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।