প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে লড়াই করছে বিজেপি। বঙ্গ বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় বিজেপিও এবার বাংলা দখলের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তবে ভোটের দামামা এখনও না বাজলেও আজ বাংলায় এসে নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর তাহেরপুরের সভায় যখন জনতা প্রধানমন্ত্রীকে দেখার জন্য উচ্ছ্বাস প্রকাশ করছেন, ঠিক তখনই সেই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে যারা চাকরি চুরির সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের যে জেলযাত্রা হবে এবং সেই ব্যবস্থা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন, তা স্পষ্ট করে বিকশিত বাংলা গঠনের আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
ইতিমধ্যেই তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভায় জনতার ঢল উপচে পড়েছে। এত সংখ্যক মানুষ প্রধানমন্ত্রী সভায় আসবেন, তা হয়ত বিজেপি নেতারাও কল্পনা করতে পারেননি। সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে আজকের এই সভা। সকলেই প্রধানমন্ত্রীর মুখ থেকে বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন। তবে সেই দলীয় সভার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন তাহেরপুরের নেতাজি পার্কে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যেখানে চাকরি দুর্নীতি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। সুকান্তবাবু বলেন, “চাকরি চুরি হয়েছে রাজ্যে। প্রত্যেক নেতাদের জেলে যেতে হবে। আর এই ব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত করার দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিমবঙ্গ বিকশিত না হলে ভারত বিকশিত হবে না। ২০২৬ সালে সেই পশ্চিমবঙ্গ তৈরির চেষ্টা করছি। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই লড়াই করব।”