প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে যাওয়ার পর থেকেই যোগ্য চাকরিহারা ব্যক্তিরা বিকাশ ভবনের সামনে আন্দোলনে বসে রয়েছেন। তাদের ওপর পুলিশের লাঠিচার্জ উত্তাল করে তুলেছে পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে এবার ভয় দেখিয়ে এই সমস্ত বন্ধ করার চেষ্টা হলে যে হিতে বিপরীত হতে পারে, তা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এই সরকার এমন জায়গায় চলে গিয়েছে যে, না সরকার চালাতে পারছে, না উন্নয়ন করতে পারছে। বিরোধিতা বাড়ছে। তাই ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে।”