প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জেল হবে নাকি বেল, এই সংশয় অনেকের মধ্যেই ছিল। তবে গতকালই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। যেখানে আদালত ইডির হেফাজতে নেওয়ার যে আবেদন, তা খারিজ করে দিয়েছে। অর্থাৎ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন বহাল রেখেছে আদালত। স্বাভাবিক ভাবেই আদালতের এই রায় সামনে আসার পর অনেকেই বলছেন যে, এই সমস্ত ব্যক্তিরা যদি জামিনে থাকেন, তাহলে অপরাধমুক্ত পশ্চিমবঙ্গ কবে হবে? কেননা সকলেই নিশ্চিত ছিলেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে তথ্য প্রমাণ দিয়েছে, তাতে হয়ত তার জেল যাত্রা নিশ্চিত হবে। কিন্তু শেষ পর্যন্ত আদালত তার জামিন বহাল রেখেছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার ব্যাপারে আজ এবং আগামীকাল তাকে নির্দেশ দিয়েছে। যার ফলে উৎসবের মুখে রীতিমত স্বস্তি পেয়ে গেলেন রাজ্যের এই মন্ত্রী। আর সেই ব্যাপারে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন চন্দ্রনাথ সিনহার জামিন নিয়ে আদালতের যে নির্দেশ, সেই বিষয়ে সুকান্তবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আদালতের এই রায় মেনে না নেওয়ার তো কোনো জায়গা নেই। কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। এর পেছনে কি চলছে না চলছে, এগুলো দেখা উচিত। আদালত কেন এই ধরনের রায় দিলো! কারণ যে ব্যক্তির কথা বলছেন, তার যে যোগাযোগ আছে অপরাধের সঙ্গে, সেটা ইডি বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে আদালতের সামনে পেশ করার চেষ্টা করেছে। তবে আদালতের সেটা গ্রহণযোগ্য মনে হয়নি। কিন্তু এই ধরনের অপরাধীরা যদি বাইরে এভাবে ঘুরে বেড়ায়, তাহলে তো মুশকিল রয়েছে।”