প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা রাজ্যবাসীর নজর ছিল ইডির বিশেষ আদালতের দিকে। কারণ সেখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়েই শুরু হয় সেই শুনানি পর্ব। মিনিটে মিনিটে খবর আসছিল যে, শুনানি কোন পথে এগোচ্ছে! সকলেই প্রতীক্ষায় ছিলেন, বিশেষ করে বিরোধীরা দাবি করছিলেন যে, দ্রুত চন্দ্রনাথ সিনহাকে ইডির হেফাজতে নেওয়া উচিত। তাই আদালতের এমন কোনো নির্দেশ দেওয়া উচিত, যার ফলে তাকে ইডি নিজেদের হেফাজতে নিতে পারে। এমনকি ইডির পক্ষ থেকেও আজকের শুনানিতে চন্দ্রনাথ সিনহার কাছে সময়ে নথি চাওয়ার পরেও তিনি কেন তা দেননি, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। আর দীর্ঘ দুই ঘন্টার শুনানি শেষে অবশেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি।
এদিন ইডির বিশেষ আদালতে নির্ধারিত সময়ে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আদালতের পক্ষ থেকে ইতিমধ্যেই চন্দ্রনাথ সিনহা নিজের বক্তব্য জানার জন্য বৃহস্পতিবার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। আজ তার জামিন মামলার শুনানিতে প্রথমে নিজেদের যুক্তি উপস্থাপন করেন ইডির আইনজীবী। পরবর্তীতে চন্দ্রনাথ সিনহার আইনজীবী তাদের বক্তব্য আদালতের সামনে রাখে। আর দুই পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি। তিনি জানান, আগামী মঙ্গলবার বেলা ২ টোর সময় এই ব্যাপারে রায়দান করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, চন্দ্রনাথ সিনহার জামিন মামলা খারিজ হয় কিনা, তার দিকে গোটা রাজ্যবাসী আজ তাকিয়ে ছিলেন। সকলেই ভাবছিলেন যে, আজ একটা সুরাহা হয়ে যাবে। হয়ত শেষ পর্যন্ত যারা দুর্নীতিকারী, তাদের বিরুদ্ধে নির্দেশ দেবে আদালত। কিন্তু যে কোনো কারণেই হোক, বিচারপতি আজ রায়দান করেননি। তিনি সেই রায়দান স্থগিত রেখেছেন। যার ফলে অনেকেই হতাশ হয়েছেন। তবে আইনের ওপর সকলের ভরসা রাখা উচিত। তাই আজকের দিনের জন্য চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানি হয়ত শেষ হলো। কিন্তু রায়দানের জন্য অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। এখন মঙ্গলে চন্দ্রনাথ সিনহার মঙ্গল হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।