প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে ইতিমধ্যে এসআইআর শুরু হয়ে গিয়েছে। আর এসআইআর ঠিকমত হলে প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ যাবে বলে প্রথম থেকেই দাবি করে আসছে বিজেপি। প্রথম দিন থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, এসআইআর ঠিকমত হলে এক কোটির বেশি ভোটারের নাম বাদ যাবে। কারণ এই রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে শুরু করে এক জায়গায় একই নামের একাধিক ব্যক্তি ভোট দেয় বলে অভিযোগ করে বিরোধীরা। তাই এসআইআরের পর এই সমস্ত অবৈধ ভুয়ো ভোটারদের নাম বাদ দিলে তৃণমূলের ক্ষমতায় থাকা হবে না বলেঈ নিশ্চিত তারা। আর এসবের মধ্যেই এসআইআর প্রক্রিয়া দারুন গতিতে চললেও তৃণমূল এবং তাদের পরামর্শদাতা কোম্পানি আইপ্যাক সবরকম চেষ্টা করছে, এই প্রক্রিয়াকে বানচাল করার। তবে তাদের সেই অবৈধ চেষ্টা যে কোনোমতেই সফল হবে না, তা স্পষ্ট করে দিয়ে এসআইআরের পর এক কোটি নাম বাদ যাবে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই তৃণমূল যেভাবে তার বিরোধিতা করছে, তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। বিরোধীদের একটাই বক্তব্য যে, শুধু তো পশ্চিমবঙ্গে নয়, দেশের অন্যান্য রাজ্যেও এসআইআর হচ্ছে। যেখানে বিজেপি বিরোধী দল ক্ষমতায় রয়েছে, সেখানেও এসআইআর হচ্ছে। কিন্তু সেখানকার রাজনৈতিক দলগুলো তৃণমূলের মত এত বিরোধিতা করছে না। আসলে তৃণমূলের এত গাত্রদাহ হচ্ছে, তার একটাই কারণ যে, তারা অবৈধ ভোটারদের কাজে লাগিয়ে এতদিন ক্ষমতায় টিকে ছিল। এসআইআর হওয়ার পর তাদের মুখোশ খুলে যাবে এবং তাদের নাম বাদ যাবে। আর সেই সমস্ত নাম বাদ গেলে তৃণমূল ক্ষমতায় থাকবে না জন্যেই তারা এসআইআরকে বন্ধ করার জন্য সব রকম চেষ্টা শুরু করে দিয়েছে বলেই দাবি বিজেপির। এক্ষেত্রে এসআইআরকে যখন কোনোমতেই বন্ধ করা যাচ্ছে না, তখন তৃণমূল তাদের পরামর্শদাতা আইপ্যাক নামক কোম্পানিকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুয়া নাম রেখে দেওয়ার সব রকম চেষ্টা করছে বলে খবর রয়েছে রাজ্যের বিরোধী দলনেতার কাছে। আর সেই আইপ্যাকের পর্দা ফাঁস করে দিয়ে এসব করে যে কোন লাভ হবে না, তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী।
গতকাল মেদিনীপুরে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই ছেলেকে জামাই বানিয়ে নাম পরিবর্তন করে তৃণমূল যতই ভোটার লিস্টে নাম রেখে দেওয়ার চেষ্টা করুক না কেন, তাদের সেই কৌশল যে নির্বাচন কমিশন ধরে ফেলবে এবং দিনের শেষে যে একজন অবৈধ ভোটারের নাম এসআইআরের পর ভোটার তালিকায় থাকবে না, সেই কথা উল্লেখ করেন তিনি। দলীয় কর্মীদের বার্তা দিয়ে শুভেন্দুবাবু বলেন, “শুধু এসআইআরের কাজটা ঠিক মত করুন। ডায়মন্ডহারবারে সমস্ত বুথে সেলুটেভ লাগানো ছিল ইভিএমে। এসআইআরে লিখে রাখুন। যতই আইপ্যাক প্যাক, প্যাক করো না কেন, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাই বানাও না কেন, এক কোটি নাম উড়ে যাবে।”