প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে শিক্ষা ব্যবস্থায় যে অন্ধকার যুগ চলছে, তা নিয়ে বারবার বিরোধীরা সরব হয়েছে। সোচ্চার হয়েছেন রাজ্যের সাধারণ মানুষরা। এসএসসিতে চাকরি দেওয়ার বিনিময়ে যেভাবে টাকার আদান প্রদান হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, তা অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পরেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। আর তারপরেও এই রাজ্যের সরকার বড় বড় ভাষণ দিতে শুরু করেছে। তারা দাবি করছে, তাদের আমলে নাকি শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে বাংলা। কিন্তু এবার এই বাংলার দৈনদশা দেখে শিক্ষা ব্যবস্থায় যে অন্ধকার যুগ চলছে, তা দেখতে পেয়ে আর চুপ করে থাকতে পারলেন না বাংলারই সন্তান তথা বর্তমানে হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ। যেখানে তার মন্তব্যের পর প্রশ্ন উঠছে যে, এরপর কি শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছতার পথে নিয়ে যেতে গঠনমূলক পদক্ষেপ নেবে তৃণমূল সরকার?

বলা বাহুল্য, বর্তমানে হরিয়ানা রাজ্যপাল রয়েছেন বাংলার সন্তান অসীম কুমার ঘোষ। তবে তিনি এতদিন বাংলাকে দেখেছেন। বাংলায় যেভাবে শিক্ষা ব্যবস্থায় অরাজকতা চলছে, তা প্রত্যক্ষ করেছেন। তাই হরিয়ানার রাজ্যপাল হিসেবে তিনি কাজ করার সময় সেই রাজ্যকেও দেখেছেন। সেই রাজ্যের শিক্ষাব্যবস্থাকেও খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। আর তাই যে রাজ্যের রাজ্যপাল হিসেবে তিনি নিযুক্ত আছেন, সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে গর্ববোধ করলেও, যে রাজ্যের তিনি সন্তান, সেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে রীতিমত হতাশা প্রকাশ করেছেন অসীম কুমার ঘোষ। হরিয়ানা শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাংলার শিক্ষা ব্যবস্থার তুলনা করতে গিয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে অসীমবাবুর।

এদিন হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ বলেন, “বাংলার শিক্ষাব্যবস্থার কি করুণ অবস্থা! হরিয়ানার স্কুল শিক্ষার পরিকাঠামো দেখছি। দেখে বাংলার শিক্ষার কথা ভেবে চোখে জল আসে।” আর এখানেই প্রশ্ন যে, বাংলার একজন সন্তান হিসেবে তিনি হরিয়ানার রাজ্যপাল হিসেবে কাজ করার সুবাদে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে গতি, তা দেখে খুশি হচ্ছেন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার কি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে অন্ধকার যুগ চলছে, তা কাটাতে আগ্রহী, নাকি যেভাবে দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে যাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, তাতেই নিজেদের সেরা ভাবতে শুরু করেছে এই তৃণমূল সরকার? প্রশ্ন উঠছে শিক্ষা জগতের মধ্যেই।