প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর নিয়ে বর্তমানে হুমকি, হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে তৃণমূলের একের পর এক নেতা নেত্রীদের। পাল্টা বিজেপির পক্ষ থেকেও এসআইআর না হলে কোনোমতেই নির্বাচন হবে না বলে মন্তব্য করা হয়েছে। এমনকি এসআইআরে বাধা দিতে এলে কেন্দ্রীয় বাহিনী নামবে এবং প্রয়োজনে তারা গুলি চালাবে বলেও কিছুদিন আগে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর তার সেই মন্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে এবার কেন্দ্রীয় মন্ত্রীকে রীতিমত বেলাগাম আক্রমণ করে বসলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে “তুই” বলেও সম্বোধন করতে দেখা গেল শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে।
প্রসঙ্গত, বর্তমানে এসআইআর নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন যে বাংলাতেও বিহারের মত এসআইআর চালু করবে, সেই ব্যাপারে নিশ্চিত অনেকেই। আর তার মধ্যেই তৃণমূল নেতারা সেই এসআইআরের বিরোধিতা করে বৈধ ভোটারের নাম বাদ দিলে বাংলায় আগুন জ্বলবে বলে হুশিয়ারি দিচ্ছেন। পাল্টা বিরোধীদের পক্ষ থেকেও আসছে প্রতিক্রিয়া। আর এসবের মধ্যেই এবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে যা নয় তাই বলে আক্রমণ করে রীতিমত বিতর্কের মুখে পড়ে গেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন এসআইআর নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “একটা বৈধ ভোটারকে বাদ দিয়ে দেখুক না নির্বাচন কমিশন! স্তব্ধ করে দেব। আর ওই ছোড়াটা, যে মন্ত্রী হয়েছে, ওর মস্তানি বের করে দেব। সিআইএসএফের গুলি তোর বুকে লেগে যাবে। বালুরঘাটে এবার ১০ হাজার ভোটে জিতেছিস, এবার দেখছি আমরা। বাংলার মানুষকে চিনিস না। ওসব উত্তরপ্রদেশে দেখাস। ওই সব দু’চারটে সুকান্ত, হাওয়া দিয়ে উড়ে যাবে। আয় একবার শ্রীরামপুরে, বলবি আয়। তারপরে তুই ঘরে কিভাবে ফিরে যাস, সেটা দেখব।” স্বাভাবিকভাবেই একজন কেন্দ্রীয় মন্ত্রীকে আর একজন সাংসদ যেভাবে বেলাগাম আক্রমণ করলেন, যেভাবে তুই, তুকারি করে সম্বোধন করলেন, যেভাবে হুমকি দিলেন, তা নিয়ে রীতিমত বিতর্কের ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে।