প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একের পর এক মামলায় তিনি জড়িয়ে গিয়েছিলেন। তবে বিভিন্ন মামলা থেকে ধীরে ধীরে জামিন পাওয়ার পর আজ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তিনি জামিন পান কিনা, তার দিকেই সকলের নজর ছিল। কেননা এই মামলায় তিনি জামিন পেয়ে গেলে তার জেল মুক্তি ঘটবে, এটা সকলেই জানতেন। অবশেষে সেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলাতেও হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন পেয়ে গেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। যার ফলে এখন তার জেলমুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রেও কিছুটা সংশয় রয়েছে আইনজীবীদের মধ্যে। পুজোর আগেই কি জেল থেকে ছাড়া পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, নাকি আইনের কোনো বিধি নিষেধ রয়েছে?
সূত্রের খবর, কিছুক্ষণ আগেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। যেখানে শর্তসাপেক্ষে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করা হয়েছে। স্বাভাবিকভাবেই এখন তার জেল মুক্তি হওয়ার কথা। তবে এক্ষেত্রে কিছুটা সংশয় রয়েছে আইনজীবীদের মধ্যে। কেননা নিয়োগ দুর্নীতির একটি অন্য মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে বিচার প্রক্রিয়া নিয়ে তারা একটি সময়সীমা বেঁধে দিয়েছে। যেখানে আগস্ট মাসের ১৮ তারিখ একটি নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে, এক মাসের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং আগামী দুই মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। ইতিমধ্যেই বেশ কিছু ব্যক্তির সাক্ষ্য গ্রহণ হয়েছে। তবে আরও কয়েকজনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া বাকি রয়েছে। স্বাভাবিক ভাবেই দুই মাস সময়সীমা এখনও পূর্ণ হয়নি। তাই সেই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে কি শেষ পর্যন্ত পুজোর আগে জেল থেকে ছাড়া পাবেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, আপাতত কোনো মামলার জালে জড়িয়ে নেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। শেষ পর্যন্ত ছিল এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা। এবার সেক্ষেত্রেও তিনি জামিন পেয়ে গিয়েছেন। ফলে তার আগে জেলে থাকার কোনো প্রশ্ন নেই। কিন্তু সুপ্রিম কোর্টের একটি আইনি প্রক্রিয়া এবং নির্দেশের কারণে যেহেতু দুই মাসের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ার সময়সীমা এখনও পার হয়ে যায়নি এবং বেশ কিছু ব্যক্তির সাক্ষ্য গ্রহণ অসম্পূর্ণ রয়েছে, তাই সেই প্রক্রিয়া না সম্পন্ন হওয়া পর্যন্ত জেল থেকে নাও ছাড়া পেতে পারেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়েই এখন আইনজীবী মহলে চর্চা চলছে। তাই পুজোর আগে চতুর্থীতে সমস্ত মামলা থেকে জামিন পেলেও, শেষ পর্যন্ত জেল থেকে ছাড়া পান কিনা পার্থ চ্যাটার্জি, সেদিকেই নজর থাকবে সকলের।