প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যে আইনের শাসন নেই, তা প্রতি মুহূর্তে তুলে ধরে সোচ্চার হয় বিরোধীরা। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের অগণতান্ত্রিক পরিস্থিতির কথা তুলে ধরেন বিরোধী নেতারা। আর এসবের মধ্যেই সম্প্রতি সোনারপুর থেকে একটি বড় খবর সামনে আসে যেখানে এক কাস্টমস অফিসার কে মারধোর করার অভিযোগ ওঠে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। প্রায় ৫০ জনের বেশি ব্যক্তি তাকে মারধর করেছেন। এমনকি তার মাথায় আঘাত করা হয়েছে বলেও খবর পাওয়া যায়। পরবর্তীতে তার সঙ্গে গিয়ে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি এই অভিযোগও উঠে আসে যে, ঘটনা ঘটার সময় পুলিশকে জানানো হলেও পুলিশের নিষ্ক্রিয়তা নজরে এসেছে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চাওয়া হলে। অবশেষে সেই মামলা দায়ের করার অনুমতি দিলো আদালত।
প্রসঙ্গত, সম্প্রতি সোনারপুর থেকে একটি ভয়ংকর খবর সামনে আসে। যেখানে এক কাস্টমস অফিসারকে বেধরক মারধর করার অভিযোগ ওঠে বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। এমনকি পুলিশকে জানানো হলেও পুলিশের ভূমিকা সদর্থক ছিল না বলেও অভিযোগ করা হয়। শুধু তাই নয়, ঘটনা ঘটার পর পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে, তাদের কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো।
জানা গিয়েছে, কাস্টমস অফিসারকে মারধরের ঘটনায় আদালতে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল। তবে সেই অনুমতি পাওয়া যাবে কিনা, তা নিয়ে কৌতুহল ছিল সকলের মধ্যেই। বিভিন্ন মহলে প্রশ্নও দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই মামলা দায়েরের অনুমতি দিলো আদালত। আর সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। স্বাভাবিক ভাবেই মামলা দায়েরের অনুমতি যখন আদালত দিয়েছে, তখন যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের জন্য আদালতের এই পদক্ষেপ পর্যন্ত কড়া পদক্ষেপ হিসেবে গণ্য হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে শেষ পর্যন্ত আদালত এই মামলার শোনার পর কি নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।