প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০১৬ সালের এসএসসির যে প্যানেল, তার মধ্যে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তা ইতিমধ্যেই নিজেরাই স্বীকার করে নিয়েছে এসএসসি। আদালতের পক্ষ থেকে নির্দেশ আসার পরেই এসএসসির পক্ষ থেকে অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সকলেরই নির্দেশ ছিল যে, যারা অযোগ্য, যারা দাগি, এতদিন ধরে তারা যে বেতন পেয়েছেন, সেই বেতনের টাকা তাদের ফেরত দিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত কি সেই টাকা উদ্ধারের কাজ শুরু হয়েছে? কেন সেই কাজ শুরু করা হয়নি? এবার তা নিয়েই সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়তে হলো এসএসসিকে।
প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্টে প্রবল অস্বস্তির মুখে পড়ে এসএসসি। যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে, দাগি অযোগ্যদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে। সেখানে কেন এখনও সেই কাজ শুরু হয়নি, তা নিয়ে জানতে চান বিচারপতি। বিচারপতি বলেন, “দাগি অযোগ্যদের কাছ থেকে টাকা উদ্ধারের কাজ কি শুরু হয়েছে?” তখন দাগিদের আইনজীবী বলেন যে, না, এখনও সেই প্রক্রিয়া শুরু হয়নি। এমনকি এসএসসির পক্ষ থেকেও সেই প্রক্রিয়া শুরু হয়নি বলে এসএসসির আইনজীবী জানিয়ে দেন।
বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই এসএসসি ১৮০৬ জনের দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করেছে। যদিও বা বিরোধীদের দাবি যে, এই তালিকা ত্রুটিযুক্ত। আরও অনেকের নাম এখানে যুক্ত হবে। ফলে সেই রকম একটি প্রশ্ন ইতিমধ্যেই রয়েছে। আর তার মধ্যেই আদালতের নির্দেশ থাকার পরেও কেন এখনও পর্যন্ত সেই দাগিদের কাছ থেকে টাকা উদ্ধারের প্রক্রিয়া শুরু হলো না, তা নিয়ে এদিন সুপ্রিম কোর্টে যে প্রশ্নের মুখে পড়তে হলো এসএসসিকে, তাতে তারা যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়ে গেলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে কবে থেকে দাগিদের কাছ থেকে টাকা উদ্ধারের প্রক্রিয়া শুরু করে এসএসসি, সেদিকেই নজর থাকবে সকলের।