প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এসএসসির পক্ষ থেকে ১৮০৬ জনের দাবি অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে বিরোধীরা দাবি করছে, এই তালিকা অসম্পূর্ণ। এতে আরও অনেকের নাম রয়েছে। পাশাপাশি তারা এটাও দাবি করছে যে, রাজ্য এই তালিকা প্রকাশ করে স্বীকার করে নিলো যে, তারা চুরি করেছে। কিন্তু এতদিন ধরে তারা এই অযোগ্যদের আড়াল করে রাখার চেষ্টা করেছিল। অযোগ্যদের জন্য এত কেন দরদ রয়েছে রাজ্য সরকারের? তা নিয়ে এতদিন বিরোধীদের মধ্যে থেকে প্রশ্ন উঠেছিল। আর এবার সুপ্রিম কোর্টে এই ব্যাপারে প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।
সূত্রের খবর, আজ সুপ্রিম কোর্টে এসএসসির অন্য একটি মামলা শুনানি চলছিল। আর সেই সময়ই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সম্পর্কে কড়া পর্যবেক্ষণ করে দেশের শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, “যে রায় দেওয়া হয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার। সেখানে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল। বুঝতেই পারছেন, দাগিরা কি ধরনের ব্লু আয়েড বয়। যাদের জন্য অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে যাচ্ছেন। বলছেন, দাগিদের পরীক্ষায় বসতে দেওয়া হোক। কতটা সৌভাগ্যবান দাগিরা যে, তাদের হয়ে অ্যাডভোকেট জেনারেল বলছেন! সুপ্রিম কোর্ট এমন রায় দেয়নি যে, দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না।”
আর সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণের পরেই সমালোচকরা বলছেন, রাজ্য সরকারের ফন্দি সকলেই ধরতে পেরে গিয়েছে। এই রাজ্য বরাবর অযোগ্যদের আড়াল করার মরিয়া চেষ্টা চালিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাদের অযোগ্য তালিকা প্রকাশ করতে হয়েছে। কিন্তু সেই দাগি অযোগ্যদের জন্য হাইকোর্টে গিয়ে অ্যাডভোকেট জেনারেল যে সমস্ত দরদ দেখিয়েছেন, আজ সুপ্রিম কোর্ট সেই ব্যাপারে কড়া পর্যবেক্ষণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে, দাগিদের প্রতি কতটা সহানুভূতি এই রাজ্যের রয়েছে! স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের বিচারপতির এই মন্তব্যে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে, অযোগ্যদের জন্য তাদের বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার বলেই দাবি রাজনৈতিক সমালোচকদের।