প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– আগামীকালই ৯ আগস্ট অভয়ার মৃত্যুর এক বছর পূরণ হতে চলেছে। কিন্তু ঘটনা ঘটার পর এক বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত যে তদন্ত হয়েছে বা যে রায় সামনে এসেছে, তাতে মোটেই অভয়ার পরিবার সন্তুষ্ট নয়। তাদের একটাই বক্তব্য যে, তাদের মেয়ের যে হত্যা, তা একজন ব্যক্তির দ্বারা সংগঠিত হতে পারে না। এর পেছনে আরও অনেকে রয়েছে। তাই রাজ্য সরকারের প্রশাসনের ওপর তো অভয়ার পরিবার ভরসা অনেক আগেই হারিয়ে ফেলেছিল। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে তদন্ত করছে, তাদের ভূমিকা নিয়েও তারা মাঝেমধ্যেই প্রশ্ন তুলেছিলেন। আর এবার দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করার পর বাইরে বেরিয়ে এসে আরও বিস্ফোরক মন্তব্য করলেন অভয়ার বাবা।

প্রসঙ্গত, গতকালই দিল্লিতে সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন অভয়ার মা, বাবা। তাদের মধ্যে কি কথা হচ্ছে, তার দিকে সকলের নজর ছিল। অভয়ার পরিবার সিবিআই আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর বাইরে বেরিয়ে আসতেই সাংবাদিকরা তাদের প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরে অভয়ার পরিবার যে কথা জানালো, তাতেই স্পষ্ট হয়ে গেল যে, তারা সিবিআইয়ের ভূমিকায় অত্যন্ত বিরক্ত। সিবিআই যেভাবে তদন্ত করছে, তাতে তারা মোটেই খুশি নন। ঠিক কি বললেন অভয়ার বাবা-মা?

সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করার পর বাইরে বেরিয়ে অভয়ার মা বলেন, “আমাদের যে এখন ইনভেস্টিগেটিং অফিসার, ডিআইজি ওনারা দুজনেই বলছেন, সঞ্জয় রায় একাই করেছে। আর কেউ এইসব কোনো ধর্ষণের সঙ্গে জড়িত নয়। এটা আমরা মা-বাবা হিসেবে যেমন মানি না, তেমনই আমার এই দেশের ১৪০ কোটি লোকও সেটা মানেন না।” একইভাবে সিবিআইয়ের ভূমিকায় প্রচন্ড বিরক্ত প্রকাশ করেছেন অভয়ার বাবা। তিনি বলেন, “ডিরেক্টর বললেন যে আমরা সাপলিমেন্টারি চার্জশিট দেব, এইটা প্রতিজ্ঞা করেছেন। ব্যাস, আমাদের ধন্য করে দিয়েছেন উনি এইটা বলে। ১৪০ কোটি লোক, যাদের ওপর ভরসা করে থাকে, তারা একদম বোগাস। আমাদের দেশে এই ধরনের তদন্তকারী সংস্থা যতদিন থাকবে, ক্রাইম জীবনে কমবে না।”