প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ অভয়ার পরিবারের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। যে নবান্ন অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অরাজনৈতিকভাবে অংশ নেবে রাজ্যের বিরোধী দল বিজেপি। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাখী বন্ধন কর্মসূচি পালন করে বিজেপি বিধায়কদের নিয়ে সেই নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। তবে বিধানসভা থেকে বেরোনোর আগেই একেবারে বিধানসভার গেটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্লোগান তুলে গর্জন ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা। বুঝিয়ে দিলেন, অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে এক চুল জায়গা তিনি রাজ্য প্রশাসনকে ছাড়বেন না। এমনকি শুভেন্দু অধিকারী বিধায়কদের নিয়ে বিধানসভার গেট থেকে যে স্লোগান তুললেন তাতে আরও একবার এটা স্পষ্ট হয়ে গেল যে, এই রাজ্যের বিরোধী দলনেতা এবং সাধারণ মানুষের একটা বড় অংশ চাইছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন।

বলা বাহুল্য, কিছুক্ষণ আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের নিয়ে নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দেন। যেখানে ডোরিনা ক্রসিং থেকে তার এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে বিধানসভার গেট থেকে বেরোনোর সময় বিজেপি বিধায়কদের একত্রিত করে স্লোগান দিতে শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে তার গলা থেকে শোনা যায়, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। আর তার এই স্লোগানের সঙ্গে সুর মেলাতে দেখা যায় বিজেপির বেশ কিছু বিধায়কদের।

বিশেষজ্ঞরা বলছেন, নবান্ন অভিযানের আগে শুভেন্দু অধিকারী এই স্লোগান তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা বার্তা দিতে চাইলেন। তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, অভয়ার মৃত্যুর বিচারের দাবি এখনও সাধারণ মানুষ ভোলেননি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে থাকেন যে, প্রতিবাদ থেমে গেছে, তাহলে তিনি ভুল করছেন। আজ অভয়ার মা-বাবা যে প্রতিবাদের ডাক দিয়েছে, যেভাবে তারা নবান্ন অভিযানে অংশ নিচ্ছে, তাতে সকলের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এক বছর আগে অভয়ার মৃত্যুর পর এই শ্লোগানে কেঁপে উঠেছিল গোটা রাজ্য। কাঁপুনি ধরেছিল নবান্নে। আর আজ আবারও অভয়ার মৃত্যুর এক বছরের দিনেই সেই স্লোগানকে ফিরিয়ে নেই নবান্ন অভিযানের আগে রীতিমত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গর্জন ছাড়লেন বিরোধী দলনেতা।