প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপূজার সূচনা করতে এলেও তিনি কোন কোন ক্লাবের পুজো সূচনা করবেন, কোথায় কোথায় উপস্থিত থাকবেন, তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেভাবে পাকাপাকি কোনো সরকারি খবর সামনে আসছিল না। অবশেষে গতকাল রাতে পশ্চিমবঙ্গে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শেষ মুহূর্তের পাওয়া যে খবর জানা যাচ্ছে, তাতে তিনটি নয়, দুটো পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে দুর্গাপূজোয় তিনটি ক্লাবের সূচনা না করলেও, সেখানে কিছুটা কাটছাঁট হলেও ২০২৬ এর নির্বাচনের আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো বিজেপির প্রধান টার্গেট বলে দাবি করছেন শুভেন্দু অধিকারীরা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকেও পৌঁছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বলা বাহুল্য, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দূর্গাপূজায় আসা নিয়ে সকলেই নিশ্চিত ছিলেন। কিন্তু তিনি কোথায় কোথায় যাবেন, কোন কোন কর্মসূচিতে শামিল হবেন, কতগুলো পুজো উদ্বোধন করবেন, তা নিয়ে গতকাল পর্যন্ত বিভিন্ন মহলে বিভিন্ন চর্চা হয়েছে। সেভাবে পাকাপাকি কোনো খবর সামনে আসেনি‌‌। কিন্তু শেষ মুহূর্তে এসে জানা গেল যে, প্রথমে তিনটি পুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম একটি খবর সামনে এসেছিল। কিন্তু আপাতত দুটি পুজোর উদ্বোধন করবেন তিনি। প্রথমে বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর সূচনা লগ্নে উপস্থিত থাকবেন অমিত শাহ। পরবর্তীতে কালীঘাট মন্দিরে যাবেন তিনি। আর তারপরেই ইজেডসিসির পুজো উদ্বোধনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই সমস্ত কর্মসূচি শেষ হওয়ার পরেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন অমিত শাহ।

বিশেষজ্ঞরা বলছেন, তিনটি পূজার বদলে দুটি পুজো উদ্বোধন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু মাঝে তিনি যে কর্মসূচি রেখেছেন, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি একদিকে কালীঘাট মন্দিরে গিয়ে মাতৃশক্তির কাছে প্রার্থনা করে বাঙালি অস্মিতাতে শান দেওয়ার চেষ্টা করবেন‌। ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক এই দক্ষিণ কলকাতা। ফলে সেখানে গিয়ে এই দুর্গাপুজোয় আগামী নির্বাচনের লড়াইয়ের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়ে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।