প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গত সোমবার রাতে টানা বৃষ্টিতে মঙ্গলবার থেকে জলমগ্ন হয়ে যায় গোটা কলকাতা। এমনিতেই কলকাতায় একটু বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে। আর অতিবৃষ্টি হওয়ার কারণে মঙ্গলবার রাত থেকে বিভিন্ন পুজো মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন জায়গা জলের তলায় চলে যায়। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেয়র সকলেই বলতে শুরু করেন যে, এমন দুর্যোগ তারা এর আগে দেখেননি। রাজ্যের পক্ষ থেকে আবার কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায় চাপিয়ে ড্রেজিং করা হয় না জন্যেই জল জমেছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু কেন্দ্র কি কলকাতার রাস্তায় যে ড্রেনগুলো রয়েছে, তারঝ ড্রেজিং এবার করতে শুরু করবে? তাহলে এই রাজ্যের প্রশাসন এবং কলকাতা পৌরসভা রয়েছে কি জন্য? এবার সেই নিয়েই প্রশ্ন তুলে মেয়রকে ধুয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
ইতিমধ্যেই শহর কলকাতায় যে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে বিরোধীরা রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়ছে না। সামান্য বৃষ্টিতেই কেন কলকাতায় জল জমে দুর্যোগ হতেই পারে? কিন্তু কেন ঘন্টা পর ঘন্টা সময় পেরিয়ে যাওয়ার পরেও জলমগ্ন থাকবে তিলোত্তমা, তা নিয়ে সকলের মধ্যেই প্রশ্ন রয়েছে। বিরোধীদের একটাই বক্তব্য, নিকাশি ব্যবস্থা সঠিকভাবে পরিচর্যা করা হয় না জন্যেই এই পরিস্থিতি কলকাতা শহরের। তবে ড্রেজিং নিয়ে যখন তৃণমূল বা তাদের নেতারা কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত দোষারোপ করে চলেছেন, তখন পাল্টা যুক্তি দিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন সুকান্তবাবু বলেন, “বর্ষার আগে কলকাতা পৌরসভার পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, তার কোনোটাই নেওয়া হয়নি। ড্রেজিংয়ের কথা বলা হচ্ছে। ড্রেজিংয়ের কটা প্রপোজাল রাজ্য সরকার দিয়েছে? আপনার ড্রেন গুলোকে কে ড্রেজিং করবে? ওটাও কি কেন্দ্রীয় সরকার এসে করে দিয়ে যাবে নাকি? আপনার ড্রেন পরিষ্কার হয় না। জলাভূমি বুঝিয়ে দেওয়া হচ্ছে।”