প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলা ও বাঙালির সবথেকে শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপুজো। একদিকে বিজেপি হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে। আর অন্যদিকে তারাও যে বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত, তা প্রমাণের জন্য মরিয়া হয়ে উঠেছে। যেখানে তৃণমূলের পক্ষ থেকে প্রত্যেকটি সময় দাবি করা হয়, বিজেপি বাংলা বিরোধী দল, সেখানে তৃণমূলের সেই যুক্তিকে খন্ডন করার মরিয়া চেষ্টা করছে গেরুয়া শিবির। আর সেই কারণেই বিজেপি চাইছে, সর্বভারতীয় স্তরের কোনো বড় মাপের নেতাকে এনে দুর্গা পূজার সময় এই রাজ্যে উৎসবের সূচনা করাতে। ইতিমধ্যেই যতদূর খবর পাওয়া গিয়েছে যে, আজ রাতেই শহরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই এই খবর যে বিজেপি নেতা কর্মীদের কাছে এই উৎসবের আগে প্রচন্ড উদ্দীপনার কারণ, তা বলার অপেক্ষা রাখে না।
অনেকের মধ্যেই শিরোনাম দেখে কৌতুহল হচ্ছে যে, বঙ্গ বিজেপির হঠাৎ করে উদ্দীপনা বেড়ে যাওয়ার কারণ কি? কি এমন হতে চলেছে আজ, যার কারণে বঙ্গ বিজেপির বিজেপি নেতাকর্মীরা আরও দ্বিগুণ মাইলেজ পেয়ে যাবেন! বাংলায় বিজেপি ক্ষমতা দখলের চেষ্টা করলেও অনেক কর্মীদের মধ্যেই একটা সংশয় রয়েছে যে, দিল্লী তাদের সাথ দেবে তো? কিন্তু সাম্প্রতিককালে দিল্লির নেতাদের একাধিক পদক্ষেপ স্পষ্ট করে দিয়েছে যে, বাংলায় তারা এবার ক্ষমতা দখল করার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। এক্ষেত্রে বিজেপির সর্বভারতীয় স্তরের নেতারা যদি মাঝেমধ্যেই বাংলায় আসেন, বিশেষ করে বাংলার সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় বাংলায় সময় দেন, তাহলে নিঃসন্দেহে তা বিজেপি কর্মীদের কাছে অত্যন্ত উদ্দীপনার কারণ হয়ে দাঁড়ায়। আর সেটাই আজ হতে চলেছে। কারণ আজ রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জানা গিয়েছে, আজ রাতের দিকে পশ্চিমবঙ্গে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর আগামীকাল কিছু পূজোর সূচনা করবেন তিনি। এখনও পর্যন্ত সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। যেখানে এবারের থিম করা হয়েছে অপারেশন সিঁদুর। আর অমিত শাহ যেহেতু বাংলা ও বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসবে পশ্চিমবঙ্গে পা রাখছেন, এই খবর বিজেপি কর্মীদের কাছে যথেষ্ট খুশির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে আগামী নির্বাচনের আগে তারা আরও বেশি মাইলেজ পাবেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।