প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রাকৃতিক দুর্যোগ কারও হাতে থাকে না। কিন্তু দুর্যোগের পর রাস্তাঘাটে যে জল জমা হয়ে থাকে, তা সরানোর জন্য দরকার সঠিক নিষ্কাশন পদ্ধতি। অন্যান্য রাজ্যেও দুর্যোগ হয়েছে। কিন্তু তারপর সেই দুর্যোগে এত মানুষের প্রাণ যায়নি। যা গতকাল কলকাতায় ঘটে গিয়েছে। পুজোর আগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এতগুলো তরতাজা প্রাণ যেভাবে চলে গেল, তা নিয়ে রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিরোধীরা। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী এখন গোটা বিষয়টি নিয়ে বেসরকারি বিদ্যুৎ সংস্থাকে দায়ী করলেও, তিনি এবং তার সরকার এবং কলকাতা পৌরসভা এই দায় এড়াতে পারে না। কারণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের। আর তারগুলো খোলা অবস্থায় পড়ে থাকার কারণেই এতগুলো মানুষের প্রাণ চলে গেল। এদিন সেই কথা উল্লেখ করে একমাত্র গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের সরকার এবং কলকাতা পৌরসভাকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এদিন কলকাতায় যে দুর্যোগ হয়েছে এবং তার ফলে যে এত মানুষের প্রাণ চলে গিয়েছে, তা নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কলকাতার অব্যবস্থা নিয়ে সোচ্চার হন। শমীক ভট্টাচার্য বলেন, “আমরা আমাদের কর্মীদের বলেছি, এই সময় জলভাসি মানুষদের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে, এত বড় প্রাচীন শহরের আধুনিকীকরণ বা অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, কোনোটাই এই সরকার বা পৌরসভার পক্ষ থেকে দেখা যায়নি। আমরা মনে করি, যে ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এতগুলো তরতাজা প্রাণ চলে গেল, ১০ জনের বেশি মানুষ মারা গেল, এর থেকে দুর্ভাগ্যজনক আর কোনো ঘটনা হতে পারে না। এর জন্য দায়ী একমাত্র তৃণমূল, তৃণমূল এবং তৃণমূল সরকার।”