প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বহু প্রতীক্ষিত কলকাতা তিন মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আর কিছুক্ষণের মধ্যেই সেই বহু প্রতীক্ষিত মেট্রো রেলের উদ্বোধন হবে। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে নেমে যশোর রোড স্টেশনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে তার সঙ্গে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে শান্তনু ঠাকুর, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য সহ সরকারি আধিকারিকরা। যেখানে স্টেশন চত্ত্বর ঘুরে সাধারণ মানুষকে নমস্কার জানাচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, আজ কলকাতার বহু প্রতিক্ষিত এই তিন মেট্রো রুটের উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন, তা শোনার সাথে সাথেই তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কটাক্ষ করা হচ্ছে। বারবার তৃণমূল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে দাবি করার চেষ্টা করছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় এই প্রকল্প করে দিয়েছিলেন। এখন উদ্বোধন করে মিথ্যে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। তবে তৃণমূলের সেই সমস্ত দাবিকে মান্যতা দিতে নারাজ বিজেপি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মানুষ প্রধানমন্ত্রী কি বার্তা দেন, তার দিকে তাকিয়ে রয়েছেন। আর তার মধ্যেই এবার রাজ্যে পা রেখে নিজের পূর্বনির্ধারিত সুচি অনুযায়ী যশোর রোড স্টেশনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী।

বিশেষজ্ঞরা বলছেন, নরেন্দ্র মোদীর হাত ধরে পুজোর আগেই কলকাতায় এই তিন গুরুত্বপূর্ণ মেট্রো রুটের উদ্বোধন অত্যন্ত সুখবর বয়ে এনেছে শহরবাসীর জন্য। কেননা দীর্ঘদিন ধরেই এই মেট্রো রুটের উদ্বোধনের অপেক্ষায় ছিলেন কলকাতার মানুষরা। এই মেট্রো রুটের উদ্বোধন হয়ে গেলে যাত্রা যে আরও অনেকটাই সহজ হয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই প্রধানমন্ত্রীর হাত ধরে সেই প্রকল্পের উদ্বোধনের শুধুমাত্র অপেক্ষা ছিল। তাই যশোর রোড মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী পৌঁছোনোর সাথে সাথেই তাকে অভ্যর্থনায় ভাসিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ।