প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দুর্গাপুজো। আজ চতুর্থী। বাঙালি অস্মিতায় শান দিয়ে আজ পশ্চিমবঙ্গে সেই দুর্গাপুজোর সূচনা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারের পূজো উদ্বোধন করেছেন তিনি। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন কালীঘাট মন্দিরে। তবে সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পূজো উদ্বোধন করার পর ২৬ এর নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার জনতার উদ্দেশ্যে কোনো বিশেষ বার্তা দেন কিনা, তার দিকে অবশ্যই নজর ছিল রাজনৈতিক মহলের। আর সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে সোনার বাংলা গঠনের বার্তা দিলেন তিনি।

এই রাজ্যের বিজেপি কর্মীরা ২৬ এ ক্ষমতা দখলের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। তবে তাদের মধ্যে একটা সংশয় কাজ করছে যে, তারা তো লড়াই দিতে প্রস্তুত। কিন্তু দিল্লি শেষ পর্যন্ত তাদের সমর্থন করবে তো? দিল্লি আদৌ চায় তো যে, পশ্চিমবঙ্গে এই তৃণমূলের সরকারের পতন ঘটুক! তবে সাম্প্রতিককালে কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক পদক্ষেপে বঙ্গ বিজেপি রীতিমত উজ্জীবিত। তারা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে যে, পশ্চিমবঙ্গে এবার পরিবর্তনের ব্যাপারে কেন্দ্রীয় বিজেপি অত্যন্ত সিরিয়াস। আর আজ সন্তোষ মিত্র স্কোয়ারের পূজো উদ্বোধনের পর মঞ্চ থেকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বার্তা দিলেন, তার ফলে আরও উজ্জীবিত বঙ্গ বিজেপি।

কিছুক্ষণ আগেই সন্তোষ মিত্র স্কোয়ারের পূজো উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরেই বক্তব্য রাখতে উঠে পশ্চিমবঙ্গ বাসীকে দুর্গা পূজার শুভেচ্ছা জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুর্গাপূজো আজ সারা বিশ্বে প্রসিদ্ধ। পশ্চিমবঙ্গ ও দেশবাসীকে দুর্গা পূজার শুভেচ্ছা। ২৬ এ এমন সরকার আসুক, যারা সোনার বাংলা গড়তে পারবে। এটাই মা দুর্গার কাছে প্রার্থনা।” বিশেষজ্ঞরা বলছেন, বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মঞ্চ থেকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলায় পরিবর্তনের আবার একটা বার্তা দিয়ে দিলেন। বিজেপি কর্মীরা তো বটেই, বাংলার সাধারণ মানুষকেও তিনি এমন এক সরকার আনার বার্তা দিলেন, যে সরকার সুশাসন দিতে পারবে। অর্থাৎ ঘুরিয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার পক্ষেই সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।