প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যে মহিলাদের নিরাপত্তা বলতে কিছু নেই, তা ফের আরও একবার স্পষ্ট হয়ে গেল। আরজিকরের ঘটনার পর আবার দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। দিকে দিকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে কেন বাংলার নিরাপত্তা এত বিঘ্নিত হচ্ছে, কেন মহিলারা সুষ্ঠুভাবে কাজকর্ম করতে পারছেন না, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। গতকালই সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনায় সরকারের জবাবদিহি তলব করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তিনি এটাও জানিয়ে দিয়েছিলেন যে, বর্তমানে নারী সুরক্ষা এবং কন্যা সুরক্ষাই তাদের কাছে প্রধান ইস্যু হতে চলেছে। আর সেই মতই এবার বড় কর্মসূচির ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
ইতিমধ্যেই দুর্গাপুরে এই গণধর্ষণের ঘটনায় সেখানে বিজেপির পক্ষ থেকে জোরালো প্রতিবাদ শুরু হয়েছে। আর তার মাঝেই কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে সমাজের সর্বস্তরের মানুষকে মাতৃশক্তির নিরাপত্তার জন্য পথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর পোস্টে উল্লেখ করা হয়েছে যে, আজ বিকেল ৩ টের সময় দুর্গাপুরে যেভাবে একজন তরুণী চিকিৎসককে গণধর্ষণ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিজেপির মহিলা মোর্চার ডাকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর সেই প্রতিবাদ কর্মসূচিতে বিক্ষোভ মিছিলের পাশাপাশি থানা ঘেরাও কর্মসূচি করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, একসময় বিগত বাম সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো ঘটনা ঘটতো, তখনই তড়িঘড়ি রাস্তা নেমে পড়ে প্রতিবাদ সংগঠিত করতেন। আর সেই একই কায়দায় বেছে নিয়েছেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। এমনিতেই এঈ তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করছে। আর তার মধ্যেই এবার অন্যান্য ইস্যুর পাশাপাশি যেভাবে আরজিকরের পর আবার একটি ভয়ংকর ঘটনা ঘটে গেল, তাতে প্রতিবাদ কর্মসূচিকে আরও দ্বিগুণ করে তোলার ক্ষেত্রে বিন্দুমাত্র দেরি করতে চাইছেন না রাজ্যের বিরোধী দলনেতা। তাই দুর্গাপুরের তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নারী সুরক্ষার বিষয়ে জোর দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে জোরালো প্রতিবাদে নামার আহ্বান জানালেন তিনি।