প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে কোনো মহিলা থেকে শুরু করে শিশুকন্যারা নিরাপদ নন। আরজিকরের ঘটনার পর গোটা রাজ্যের মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। পথে নেমেছিল অভয়া মঞ্চ। লাগাতার প্রতিবাদে চাপে পড়েছিল রাজ্য। অনেকেই ভেবেছিলেন যে, এরপর থেকে হয়ত এইরকম ঘটনা বন্ধ হয়ে যাবে। কিন্তু গতকাল ফের খবরের শিরোনামে উঠে এসেছে আরও এক মর্মান্তিক ঘটনা। যেখানে আরজিকর কাণ্ডের মতই দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসককে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তিনজন গ্রেপ্তার হয়েছে। তবে প্রতিবাদের সুরকে সপ্তমে চড়িয়ে প্রশাসনের গাফিলতি এবং নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে সোচ্চার হচ্ছেন সকলে। আর আজ সাত সকালেই সেই দুর্গাপুরের পথে রওনা হলো অভয়া মঞ্চ।
গতকাল দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের তরুনী চিকিৎসকের সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার খবর সামনে আসে। যেখানে সেই তরুণী চিকিৎসক সহপাঠীকে নিয়ে বাইরে খাবার আনতে গিয়েছিলেন। আর ফেরার পথে তার পথ আটকায় ২-৩ জন যুবক। পরবর্তীতে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বর্তমানে সেই নির্যাতিতা চিকিৎসাধীন রয়েছেন। আর এই ঘটনা সামনে আসার পরেই আরজিকর কান্ডের পর যে এই রাজ্যের প্রশাসনের বিন্দুমাত্র হুঁশ ফেরেনি, এই রাজ্যের প্রশাসন যে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তা আরও একবার প্রমাণ হয়ে গিয়েছে বলেই দাবি করছে বিরোধীরা। আর সেই ঘটনাতেই এবার পদক্ষেপ গ্রহণ করলো অভয়া মঞ্চ।
জানা গিয়েছে, আজ সকালেই বাসে করে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভয়া মঞ্চের সদস্যরা। মূলত, গানে গানে প্রতিবাদের মধ্যে দিয়েই তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাসের ভেতরে সকলেই প্রতিবাদী কন্ঠে উচ্চস্বরে গান করছেন। বলা বাহুল্য, এর আগে আরজিকরের ঘটনা ঘটার পর তৈরি হয়েছিল এই অভয়া মঞ্চ। পরবর্তীতে এই রাজ্যের বুকে যত ঘটনা ঘটেছে, তখনই তারা সেখানে পৌঁছে গিয়েছেন। আর সেই আরজিকর কাণ্ডের মতই আবার যখন দুর্গাপুরে এক তরুণী চিকিৎসকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলো, তখন সাথে সাথেই সেই ঘটনাস্থলের উদ্দেশ্যে এবার রওনা দিলো অভয়া মঞ্চ। তবে দুর্গাপুরে পৌঁছে তাদের কি পদক্ষেপ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।