প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে যে নারী নিরাপত্তা বলতে কিছু নেই, তা ক্রমাগত স্পষ্ট হয়ে যাচ্ছে। আরজিকরের ঘটনার পর গতকাল দুর্গাপুরের আরও একটি ঘটনার খবর সামনে আসে। যেখানে দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। যার ফলে রীতিমত লজ্জায় মুখ পুড়েছে বাংলার। বিরোধীরা ক্রমাগত রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। আর সেই ঘটনার প্রতিবাদেই এবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।

ইতিমধ্যেই দুর্গাপুরে যে ঘটনা সামনে এসেছে, তা নিয়ে সোচ্চার হয়েছে গোটা বিজেপি নেতৃত্ব। বর্তমানে রাজ্যের নারী সুরক্ষাকেই প্রধান ইস্যু হিসেবে সামনে রাখার কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় থানা ঘেরাও কর্মসূচি করার ডাক দিয়েছিলেন তিনি। আর সেই মতই আজ ব্যারাকপুর সংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বীজপুর থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। যেখানে মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

বিজেপির দাবি, পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই। আরজিকরের ঘটনার পরও এই রাজ্যের প্রশাসন শিক্ষা নেয়নি। যে কারণে আবার ওড়িশার একজন পুড়ুয়া এখানে গণধর্ষণের শিকার হয়েছে। এই লজ্জা রাখার মত জায়গা নেই। ভবিষ্যতে তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে কোনো মা-বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে না। তাই ২০২৬ এ তৃণমূলকে বিসর্জন দিয়ে এই বাংলার মাতৃশক্তির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।