প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় রাজ্য রাজনীতিতে বিতর্কের শিরোনামে থাকতেন বীরভূম জেলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এখন জেল থেকে ফিরে আসার পর তার আর গরমাগরম সেরকম বক্তব্য শুনতে পাওয়া যায় না। কিন্তু একটা সময় বঙ্গ রাজনীতিতে ভোট এলেই তার গুড়-বাতাসা এবং চড়াম চড়াম ঢাকের মত মন্তব্য বিরোধীদের কাছে প্রচ্ছন্ন হুঁশিয়ারির সমান বলেই মনে করা হতো। কিন্তু এবার সেই অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা এবং চড়াম চড়াম ঢাকের কথাই শোনা গেল বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কলায়। কিন্তু যে অনুব্রত মণ্ডলের এই সমস্ত শব্দ চয়ন নিয়ে তারা এত বিরোধিতা করতেন, সেই সমস্ত শব্দই কেন উল্লেখ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি?
সামনেই ২০২৬ এর নির্বাচন। আর তার আগে প্রতিমুহূর্তে বদলাতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ। তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই করা অপেক্ষা, নিজেদের সঙ্গে কতটা লড়াই করবে এবং কে জিতবে, তা নিয়েই কোন্দল শুরু করছে বলেই খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল তাদের পরামর্শদাতা হিসেবে আইপ্যাক নামক একটি গোষ্ঠীকে রেখেছে। আর তারা যেখানে যে নেতাকে দায়িত্ব দেওয়া হবে, তার সবটাই ঠিক করছে। তবে সেই আইপ্যাকের ভূমিকা নিয়ে দলের মধ্যে থেকেই অনেকে প্রশ্ন তুলছেন। অনেক নেতারাই আইপ্যাকের মত পরামর্শদাতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। আর সেই বিষয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে চড়াম চড়াম এবং গুড় বাতাসার কথা উল্লেখ করলেন সুকান্ত মজুমদার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই আইপ্যাকের বিরুদ্ধে যেভাবে তৃণমূলেরই অনেক নেতা ক্ষোভ উগড়ে দিচ্ছেন, সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্তবাবু বলেন, “বেঁধে পেটানোর কথা বলেছে তো। কয়েকজন এই দাওয়াই দিয়েছে। আমাদের অসুবিধে নেই। পেটালে পেটাক না, আইপ্যাকের লোকেদেরকে। আমরা দেখব। অসুবিধার কি আছে? চড়াম চড়াম আওয়াজ শুনব আমরা। আমরাও গুড়, বাতাসা যদি প্রসাদ পায়, তাহলে দেখব।”