প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এমনিতেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। আজ সেই উত্তরবঙ্গেই পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে একাধিক রেল প্রকল্প উদ্বোধনের পর বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়েছিলেন তিনি। আর সেই সভাতে যে উপচে পড়া ভিড়, মানুষের যে স্বতঃস্ফূর্ততা বিশ্বের অন্যতম বড় নেতা লক্ষ্য করলেন, তা দেখেই তিনি রীতিমত নিশ্চিত হয়ে গেলেন যে, এবার রাজ্যে পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এতদিন বিজেপি নেতারা দাবি করছিলেন যে, রাজ্যে এবার পরিবর্তন হবে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহের সভায় মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে নিজের বক্তব্যের মধ্যে দিয়েই বলে দিলেন যে, আসল পরিবর্তনের বিশ্বাস দেখতে পাচ্ছেন তিনি।
২০২৬ এর নির্বাচনে বিজেপি বাংলার ক্ষমতা দখল করতে পারবে কি পারবে না, তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে। তবে রাজ্য বিজেপির নেতারা প্রথম দিন থেকেই দাবি করে আসছেন, এবার পরিবর্তন হবেই, এটা দেওয়ালে লেখা হয়ে গেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে, যাদের একটি বুথে ঠিক মত সংগঠন নেই, তারা কি করে রাজ্যে ক্ষমতায় আসবে? তবে সকলের সমস্ত জল্পনাকে দূর করে দিয়ে মানুষের যে জনসমাগম আজ মালদহের সভায় দেখতে পেলেন প্রধানমন্ত্রী, তা দেখেই দীর্ঘদিনের অভিজ্ঞ এই রাজনৈতিক নেতা একটি সিদ্ধান্তে উপনীত হয়ে গিয়েছেন যে, বাংলায় এবার ক্ষমতার বদল হচ্ছেই। আর প্রধানমন্ত্রীর সেই আত্মবিশ্বাসী মনোভাব এবং বক্তব্য দেখে আরও উজ্জীবিত গেরুয়া শিবিরের নেতা কর্মীরা।
এদিন মালদহে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি বলেন, “আজ এখানে জনসাগর। যত না মন্ডপে রয়েছেন, তার দ্বিগুণ বাইরে অপেক্ষা করছেন। এই আশীর্বাদে আমি ধন্য। বাংলা আমায় অনেক ভালোবাসা দিয়েছে। বাংলার সুন্দর ভবিষ্যতের জন্য আসল পরিবর্তনের বিশ্বাস দেখছি। মালদহের মাটি বাংলার স্বর্গ, ভারতের বিকাশ।” আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে, তিনিও বাংলার মানুষের মন বুঝতে পারছেন। আর বাংলার মানুষের যে স্বতঃস্ফূর্ততা তিনি আজকের সভায় দেখতে পেলেন, যে জনসমাগম তিনি দেখতে পেলেন, যে উপচে পড়া ভিড় তিনি দেখতে পেলেন, বিজেপির প্রতি যে আগ্রহ দেখতে পেলেন, তা দেখেই একটা বিষয়ে আন্দাজ করাই যায় যে, রাজ্যে এবার তৃণমূল সরকারকে সরিয়ে আসল পরিবর্তন করতে উদ্যোগী সাধারণ জনতা।