প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের পুলিশ, যারা অপরাধী, তাদের দেখতে পায় না। কিন্তু যারা শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাদের বাড়িতে পুলিশ যেতে দুই মিনিট সময় নেয় না। এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বললেই পুলিশের পদক্ষেপ দেখতে পাওয়া যায়। কিন্তু তৃণমূলের ভেতরে থেকে যারা সমাজ বিরোধী, যারা অন্যায় মূলক কাজের সঙ্গে যুক্ত, তারা দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বহাল তবিয়তে রিল বানিয়ে গেলেও প্রশাসনের তা নজরে আসে না। গুলশান কলোনিতে সন্ত্রস্ত পরিবেশ থাকার পরেও যেভাবে মিনি ফিরোজ নামে প্রধান অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় আসার পরেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না, তাতে এই সমস্ত কথাই বলতে শুরু করেছিল বিরোধীরা। অবশেষে সেই মিনি ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। আর তারপরেই খোঁচা দিয়ে এই পুলিশকে বঙ্গরত্ন দেওয়া উচিত বলেই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গিয়েছেন যে, গুলশান কলোনি এলাকা যেভাবে উত্তপ্ত হয়েছে, সেই ঘটনায় পুলিশ অবশেষে পদক্ষেপ নিয়েছে। এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রিল বানালেও, পুলিশ নাকি সেই মিনি ফিরোজকে খুঁজেই পাচ্ছিল না। তবে অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। আর তারপরেই পুলিশের এতদিন পর পদক্ষেপ নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বুঝিয়ে দিলেন, অবশেষে পুলিশ পদক্ষেপ নিয়েছে। তাই তাদের বঙ্গরত্ন দেওয়া উচিত।

এদিন গুলশান কলোনির ঘটনায় প্রধান অভিযুক্ত, মিনি ফিরোজকে গ্রেফতার করে পুলিশ। আর সেই বিষয় নিয়েই প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। যে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অবশেষে গ্রেফতার হয়েছে। এতদিন পুলিশের সময় লাগলো। এজন্য পুলিশকে বঙ্গশ্রী দেওয়া উচিত। বঙ্গরত্নের মত দু’চারটে কিছু দিন। বহাল তবিয়তে সে সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ করছিল, তাকে পুলিশ ধরতে পারছে না। অথচ কে কোথায় টুইট করলো, তাকে গ্রেফতার করার জন্য পুলিশ দৌড়ে যাচ্ছে। এ কি পুলিশ রে ভাই?” অর্থাৎ সুকান্ত মজুমদার কড়া ভাষায় আক্রমণ করে বুঝিয়ে দিলেন, এই রাজ্যের পুলিশ অপরাধীরা তৃণমূল করলে তাদের দেখতে পায় না। সেই কারণেই এতদিন গ্রেপ্তার করা হয়নি এই মিনি ফিরোজের মত ব্যক্তিদের। তবে যারা প্রতিবাদী, তাদের গ্রেপ্তার করতে পুলিশের দু মিনিট সময় লাগে না। তাই অবশেষে পুলিশ যেহেতু সেই মিনি ফিরোজকে গ্রেফতার করেছে, তাতে পুলিশকে বঙ্গরত্ন দেওয়া উচিত বলেই খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।