প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন তৃণমূল হোক বা বিজেপি, সবাই সবার রাজনৈতিক মঞ্চ থেকে একে অপরের উদ্দেশ্যে কটাক্ষ করতেন। একে অপরকে উদ্দেশ্য করে দুর্নীতিতে বিদ্ধ করতেন। কিন্তু এবার একেবারে প্রকাশ্য রাস্তায় মুখোমুখি স্লোগান, পাল্টা স্লোগানে জড়িয়ে পড়লো তৃণমূল এবং বিজেপি। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে পানাগড় বাজার এলাকায়।
প্রসঙ্গত, মেয়ো রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চ সেনাবাহিনীর পক্ষ থেকে খুলে নেওয়া হয়। আর তারপরেই এর প্রতিবাদ করে জেলায় জেলায় মিছিলের নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতই গতকাল পানাগড়ে তৃণমূলের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই বিজেপির পক্ষ থেকেও একটি কর্মসূচি হয়। যেখানে পানাগড় বাজারে এলাকায় তৃণমূল এবং বিজেপি কর্মীরা মুখোমুখি চলে আসেন। দুই পক্ষই একে অপরকে উদ্দেশ্য করে চোর, চোর স্লোগান দিতে শুরু করেন। যাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এলাকা জুড়ে।
বিশেষজ্ঞদের মতে, এতদিন তৃণমূল হোক বা বিজেপি দুই দলই একে অপরকে উদ্দেশ্য করে আক্রমণ করতেন কিন্তু সেটা সীমাবদ্ধ ছিল রাজনৈতিক মঞ্চে তবে এবার একেবারে প্রকাশ্যে রাজপথেই দুই পক্ষ নিজেদের রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে সম্মুখ সমরে চলে এলেন। তৃণমূলকে উদ্দেশ্য করে বিজেপির পক্ষ থেকে তেমন দেওয়া হল চোর চোর স্লোগান ঠিক তেমনি তৃণমূল-পাল্টা স্লোগান দিতে শুরু করল বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ছিল পুলিশ।