প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের তৃণমূলের বেশ কিছু নেতা আছেন, যারা কথায় কথায় হুমকি, হুঁশিয়ারি দিয়ে থাকেন। মূলত, দলের কাছে পয়েন্ট বাড়ানোর জন্যই যে তাদের এই চেষ্টা, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই সমস্ত নেতাদের জামানত জব্দ হওয়া যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, তা খুব ভালো মতই জানেন সকলে। বর্তমানে এসআইআর নিয়ে তৃণমূলের আতঙ্ক এতটাই বৃদ্ধি পেয়েছে যে, তারা হয়ত ঠিকমতো রাতে ঘুমোতে পারছে না। কারণ খুব ভালো মতই তৃণমূল নেতারা জানেন যে, এসআইআরে সঠিকভাবে কাজ হলে অনেক অবৈধ ভোটারের নাম বাদ যাবে। এতদিন যাদের ভোটার তালিকায় রেখে তৃণমূল নিজেদের বৈতরুণী পার করেছে। আর যত সময় যাচ্ছে, ততই অবৈধ ভোটারের নাম বাদ পড়তেই তৃণমূলের আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা। যার ফলস্বরূপ এবার রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়েও রীতিমত যা খুশি তাই বলতে হচ্ছে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে।

অতীতেও রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলের উদ্দেশ্যে যা ইচ্ছে তাই বলেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তবে এখনও পর্যন্ত নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। সামনে নির্বাচন। আর তার আগে হুমকি, হুঁশিয়ারি দেওয়া তৃণমূলের পক্ষ থেকে যেন স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। আর তার মাঝেই নিজেদের অস্বস্তি ঢাকতেই কি এবার রাজ্যের বিরোধী দলনেতাকে এইভাবে আক্রমণ করে বসলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী? যেখানে শুভেন্দু অধিকারী এবং নিশীথ প্রামাণিককে রোহিঙ্গা বলে আক্রমণ করলেন তিনি। শুধু তাই নয়, গ্রামে গ্রামে গিয়ে যদি বিজেপি নেতারা নির্বাচন কমিশন ভাল কাজ করছে বলে, তাহলে গ্রামের মানুষই তাদের আচ্ছামত বুঝিয়ে দেবে বলেও মন্তব্য করতে দেখা গেল উদয়ন বাবুকে।

বিরোধীদের দাবি, উদয়নবাবুরা সবসময় রোহিঙ্গাদের নিয়েই নিজেদের ভোট বৈতরণী পার করেছে। তাই এখন সব জায়গাতেই রোহিঙ্গাদের দেখতে পাচ্ছেন তারা। শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা সঠিকভাবে কাজ করছে। আর এসআইআরে যেভাবে রোহিঙ্গা, অবৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে, তাতে উদয়ন গুহ খুব ভালো মতই বুঝতে পারছেন যে, তাদের জামানত জব্দ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই এখন এই সমস্ত মন্তব্য করে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ করে তারা এখন ময়দানে টিকে থাকার চেষ্টা করছেন। তবে সব সময় শুভেন্দু অধিকারীর আতঙ্কে ভোগা তৃণমূল নেতারা যত তার সম্পর্কে, তার বিরুদ্ধে মন্তব্য করবেন, ততই তারা জনতার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং আগামী নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।